ঢাকা: পেয়ারে পাকিস্তান! বাংলাদেশ এখন বন্ধুরাষ্ট্র, বিপদে এগিয়ে আসা রাষ্ট্রকে ভুলে জঙ্গী পাকিস্তানের দিকে ঝুঁকেছে।
কয়েকদিন আগেই পাকিস্তানি সেনার মিডিয়া বিভাগ, ইন্টার সার্ভিস রিলেশন (আইএসপিআর) বাংলাদেশ বায়ুসেনার সফর নিয়ে বিস্তারিত বিবৃতি দিয়েছে।
সেখানে দাবি করা হয়েছে, পাকিস্তানের এয়ার চিফ মার্শাল জাহির আহমেদ বাবরের সঙ্গে সাক্ষাৎ করেন হাসান মাহমুদ।
দুই সেনা প্রধান পাকিস্তান ও বাংলাদেশের প্রতিরক্ষা সহযোগিতা নিয়ে বিস্তারিত আলোচনা করেছে। পাকিস্তানের যুদ্ধবিমান কেনা নিয়ে কথা হয়।
পাকিস্তানের দাবি অনুযায়ী, যুদ্ধবিমান ‘জেএফ-১৭ থান্ডার’ কিনবে বাংলাদেশ।
যুদ্ধবিমান কেনার চুক্তির বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে দুই দেশের।
ভারত বিষয়টির দিকে কড়া নজর রাখছে। এই বিষয়টির দিকে কড়া নজর রাখছে জানিয়ে কার্যত তাদের হুঁশিয়ারি দিয়ে রাখল নয়াদিল্লি।
দেশটির ভাষ্যমতে, জাতীয় নিরাপত্তার ওপর প্রভাব ফেলতে পারে এমন সব বিষয়ের ওপর তারা তীক্ষ্ণ দৃষ্টি রাখছে।
শুক্রবার (৯ জানুয়ারি) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল সাপ্তাহিক মিডিয়া ব্রিফিংয়ে এ কথা জানান। বাংলাদেশ বিমান বাহিনী প্রধান হাসান মাহমুদ খানের সাম্প্রতিক ইসলামাবাদ সফর এবং সেখানে যুদ্ধবিমান সংক্রান্ত আলোচনার বিষয়ে করা এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
রণধীর জয়সওয়াল বলেন, ‘জাতীয় নিরাপত্তার ওপর প্রভাব ফেলে এমন সব পরিস্থিতির ওপর আমরা গভীর নজর রাখছি।’
