ঢাকা: বাংলাদেশের গণতন্ত্রের ধারক ও বাহক, স্বাধীনতা ও উন্নয়নের প্রতীক, ঐতিহ্যবাহী রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগ–এর সাংগঠনিক কার্যক্রম তো আগেই নিষিদ্ধ করেছে অবৈধ ইউনুস সরকার।

দলের নেতাকর্মীদের ওপর কারাগারে চলছে অত্যাচার, এমনকি কারাগারে হত্যারও অভিযোগ উঠেছে। তাছাড়া আগুন তো আছেই।

এবার সিরাজগঞ্জের বেলকুচিতে এক আওয়ামী লীগ নেতার বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।

শনিবার রাত ২টার দিকে কার্যক্রম নিষিদ্ধ দৌলতপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. ইয়াহিয়ার দক্ষিণপাড়ার বাড়িতে আগুন লাগানো হয়।

আওয়ামী লীগ নেতা ইয়াহিয়া বলেন, “আমাকে হত্যার উদ্দেশ্যেই গভীর রাতে বসতবাড়িতে আগুন দেওয়া হয়েছে। রাজনৈতিক মামলার কারণে আমি বাড়িতে ছিলাম না। বাড়িতে থাকা স্ত্রী-সন্তান ও পরিবারের অন্যান্যরা দ্রুত ঘর থেকে বের হওয়ায় তারা প্রাণে বেঁচে গেছে। তবে দুর্বৃত্তদের দেওয়া আগুনে বসতঘর ও আসবাবপত্র পুড়ে গেছে।”

ঘটনায় এখনো অবধি কাউকে গ্রেফতারের খবর পাওয়া যায়নি।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *