ঢাকা: দেশ নোবেলজয়ীর হাতে। কিন্তু দেশে বাক স্বাধীনতা নেই। যত স্বাধীনতা উদযাপন করছে এখন ইউনূস গং।

জাতিসংঘ এই বিষয়ে এবার কথা বললো। জাতিসংঘ বলছে, বাংলাদেশে মত প্রকাশের স্বাধীনতা এখনও সীমিত। আর আইনজীবী ও মানবাধিকার কর্মীদের অভিযোগ, দ্বিমত ঠেকাতে সন্ত্রাসবিরোধী ও বিশেষ আইনের অপব্যবহার করা হচ্ছে। আর চলছে অপারেশন ডেভিল হান্টের অধীনে গ্রেপ্তার করা হচ্ছে।

তাঁরা বলছেন, এই পদক্ষেপে সরকারের দুর্বলতা প্রকাশ পাচ্ছে ।

বিচার, মানবাধিকার ও বাক স্বাধীনতা নিশ্চিতে ৪০টি সুপারিশ দেয় জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং মিশন।

সংস্থাটি বলছে, অন্তর্বর্তী সরকার মানবাধিকার ও বাক স্বাধীনতা নিশ্চিত করতে পারেনি। সন্ত্রাস বিরোধীসহ একাধিক নতুন আইন ব্যবহার করে দ্বিমতকে চ্যালেঞ্জের মুখোমুখি করা হয়েছে।

ই-মেইল যোগাযোগে কথাগুলো বলে জাতিসংঘ।

জাতিসংঘ বলছে, সাংবাদিক, বিরোধী রাজনৈতিক কর্মী এবং গুমের শিকার ব্যক্তিরা এখন পর্যন্ত ভিত্তিহীন অভিযোগে গ্রেপ্তার হচ্ছে। এইসব কাম্য নয়।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *