ঢাকা: দেশে অরাজক অবস্থা চলছে। নির্বাচিত সরকার নেই, আইনের শাসন নেই। আইনকেও হাতের মুঠোয় নিয়েছে এই সরকার।
নতুন বছরের প্রথম ছয় দিনেই আটটি খুন। পাঁচ ঘণ্টার ব্যবধানে তিন জেলায় তিনজনকে গুলি করে হত্যা। মাথায় টার্গেট করে গুলি, গলা কেটে হত্যা, পিটিয়ে হত্যা।
২০২৪ সালের জুলাইতে তথাকথিত ‘গণঅভ্যুত্থান’র নামে পরিকল্পিত দাঙ্গা বাঁধিয়ে একটি নির্বাচিত সরকারকে উৎখাত করে মুহাম্মদ ইউনূস আর তার দলবল ক্ষমতায় বসেছে, সেই দেশে এখন প্রতিদিন খুনের মিছিল চলছে।
এটা হচ্ছে ইউনূসের রিসেট বাটন।
আবার অপারেশন ডেভিল হান্ট নামক হাস্যকর ব্যবস্থা চলছে। যারা সন্ত্রাসীদের হাত ধরে, জঙ্গিদের সহায়তায়, আর সামরিক বাহিনীর পৃষ্ঠপোষকতায় ক্ষমতা দখল করেছেন, তারাই এখন ‘অপারেশন ডেভিল হান্ট’ চালাচ্ছেন।
তাহলে যে সন্ত্রাসীদের কাঁধে ভর করে ইউনূসরা ক্ষমতায় এসেছে, তাদেরই এখন কীভাবে দমন করবেন? নাকি তারা এইসবের বাইরে? ডেভিল হান্ট তাদের জন্য নয়?
জুলাইতে যে অস্ত্রধারী উন্মত্ত জনতা থানা পুলিশ ফাঁড়ি জ্বালিয়ে দিয়েছিল, সরকারি ভবন ভাঙচুর করেছিল, পুলিশ হত্যা করেছিল, তারা তো এখন বীর। দেশে এখন মুক্তিযোদ্ধার গলায় জুতার মালা।
দেশে জুলাইয়ের সহিংসতায় যারা জড়িত ছিল, তাদের কোনো বিচার হয়নি। বরং তাদের ‘শহীদ’ বানানো হয়েছে। দেশের ভয়াবহ অবস্থা।
এইসব থেকে উত্তোরণ চাইছে জনগণ। তারা পরিষ্কার বলছে, আওয়ামী লীগ ছাড়া গতি নেই।
