সুনামগঞ্জ: দেশে হিন্দুদের ওপর অত্যাচার ক্রমাগত বাড়ছে। টার্গেট কিলিং চলছে রীতিমতো। এবারের শিকার জয় মহাপাত্র।

লেখক তসলিমা নাসরিন আবারো মুখ খুলেছেন নির্যাতনের ঘটনা নিয়ে।

তিনি বলেছেন, “সংখ্যালঘু হিন্দুদের উপর অত্যাচার বন্ধের কোনও লক্ষণ নেই বাংলাদেশে। ফের এক যুবকের মৃত্যু হল প্রতিবেশী দেশে।

নিহত যুবকের নাম জয় মহাপাত্র। তিনি সুনামগঞ্জ জেলার ভাঙাদহর গ্রামের বাসিন্দা”।

সুনামগঞ্জের জয় মহাপাত্রের সাথে ভয়াবহ ঘটনা ঘটেছে। তাঁকে জোর করে বিষ খাইয়ে মেরে ফেলেছে আমিরুল ইসলাম নামের এক হিন্দুবিদ্বেষী মুসলমান।

জয়ের পরিবার জানিয়েছে, ভয়াবহ এই ঘটনাটি ঘটে বৃহস্পতিবার। জয়কে একটি স্থানীয় দোকানে ডেকে নিয়ে গিয়ে সেখানে একজন স্থানীয় ব্যক্তি তাঁকে মারধর করে বলে অভিযোগ।

মারধর ও বিষ খাওয়ানোর পর জয়কে সিলেটের MAG ওসমানি মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছিল। ICU-তে রেখে চিকিৎসা চলছিল তাঁর। কিন্তু, শেষরক্ষা হয়নি।

পরিবার ঘটনাটিকে ‘পূর্বপরিকল্পিত হত্যাকাণ্ড’ বলে অভিহিত করছে। জয়ের মৃত্যুতে ন্যায়বিচার দাবি করেছে পরিবার।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *