ঢাকা: সামনে নির্বাচন। স্বরাষ্ট্র উপদেষ্টা তো বলেই চলেছেন, আশ্বাস দিয়েছিলেন অস্ত্র উদ্ধার হবেই। উপহারও ঘোষণা হয়েছিলো। কিন্তু অস্ত্রের কী হলো?

২০২৪ সালের জুলাই–আগস্ট আন্দোলনের সময় দেশের বিভিন্ন থানা, ফাঁড়ি ও কারাগার থেকে লুট হওয়া অস্ত্রের মধ্যে এখনো ১ হাজার ৩৬২টির হদিস মেলেনি। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আশঙ্কা, এসব অস্ত্র ছিনতাই ও ডাকাতিসহ বিভিন্ন অপরাধে ব্যবহার হচ্ছে। এখন তো দেশে ঘরে ঘরে অস্ত্র।

এবার মির্জা ফখরুল বললেন অস্ত্র উদ্ধার করতে ব্যর্থ হয়েছে এই সরকার।

নির্বাচন সামনে রেখে অবৈধ অস্ত্র উদ্ধারে সরকার ব্যর্থ বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, আমরা খুব উদ্বিগ্ন, সরকারের ব্যর্থতা তারা অস্ত্র উদ্ধার করতে পারেনি। এখন পর্যন্ত আইনশৃঙ্খলা পরিস্থিতি সেরকম উন্নত হয়নি। আমরা মনে করি দ্রুতই তা উন্নত হবে।

ফেব্রুয়ারির ১২ তারিখ নির্বাচন। এটা কি প্যান্ডেল বানানোর কাজ যে একদিন আগে হলেও হবে? আসলে দেশটার অবস্থা দেখে রীতিমতো ভয় হয়।

সোমবার ঠাকুরগাঁও জেলা শহরের নিজ বাসভবনে দলীয় নেতাকর্মীদের সাথে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের কাছে মির্জা ফখরুল অস্ত্র নিয়ে এমন মন্তব্য করেন তিনি।

মির্জা ফখরুল বলেন, এখন যে সংস্কারগুলো সংস্কার কমিশনের মাধ্যমে গৃহীত হয়েছে তা সবই বিএনপি কমিশনের মধ্যে রয়েছে। আমরা মনে করি বিএনপি নিঃসন্দেহে অত্যন্ত গঠনমূলক একটি রাজনৈতিক দল।

ভারত প্রসঙ্গেও কথা বলেন তিনি। বলেন, একটা দেশের সাথে আরেকটা দেশের পারস্পরিক সম্মান রেখে সব রকম দাবি আদায়ের চেষ্টা করা হবে। আমরা তাদের সাথে ভালো আচরণ করলে তাদেরও বিরূপ আচরণ কমবে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *