পটুয়াখালী: ইউনূসের আমলেই সব। এবার দুই পুলিশ সদস্যকে কুপিয়ে জখম করা হয়েছে।

ঘটনা পটুয়াখালীর। সদর উপজেলার লাউকাঠীতে বরগুনা জেলার বিশেষ শাখা (ডিএসবি) পুলিশের এক সদস্য ও তার কারারক্ষী ভাইয়ের ওপর দেশীয় অস্ত্র নিয়ে পরিকল্পিতভাবে হামলা করার অভিযোগ উঠেছে।

এই ঘটনায় রামদা এবং লোহার রডের আঘাতে ডিএসবি সদস্য শহিদুল ইসলাম গুরুতর আহত হন।

গত শনিবার (১০ জানুয়ারি) পটুয়াখালী লাউকাঠী ইউনিয়নের জামুরা গ্রামে এই ঘটনা ঘটে।

উল্লেখযোগ্য যে, আহত শহিদুল ইসলাম বরগুনা ডিএসবিতে কর্মরত এবং তার ছোট ভাই আনিছুর রহমান মনির বাংলাদেশ কারা অধিদপ্তরের একজন সদস্য।

পটুয়াখালী সদর থানার অফিসার ইনচার্জ মনিরুজ্জামান বলেছেন, ঘটনায় মামলা হয়েছে, তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *