ঢাকা: আদৌ এদের মাথায় কোনো সারমর্ম আছে? নাকি ধর্মের ব্যবসাই কেবল?

একটা টেলিভিশন চ্যানেলেরও নাকি ধর্ম থাকতে হবে!

টিভি চ্যানেল মুসলমান হবে কিভাবে?
আর যদি হতেও হয় তাহলে কিভাবে ধর্ম পরিবর্তন করবে টিভি চ্যানেল?

পুরুষেরা নাহয় মুসলমানি করে, টিভি চ্যানেলের কী হবে?

এরা যে কতটা হিন্দু বিদ্বেষী তা তাদের কথাবার্তা, আচরণে প্রমাণিত।

টেলিভিশন চ্যানেল মুসলমান হলে কী অন্যান্য ধর্মের কথা, তাদের নির্যাতন প্রকাশ করবে না? এই কারণে বললেন তাহের? আসলে জামায়াতের চরিত্র বলেই দিলেন তিনি।

নির্বাচনী প্রচারে সব দলকে সমান সুযোগ না দেওয়ার অভিযোগ তুলে জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) এখনো মুসলমান হয় নাই।

বুধবার (০৭ জানুয়ারি) নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনারসহ অন্যান্য নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এই কথা বলেন।

সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, আমরা বলেছি যে, লেভেল প্লেয়িং ফিল্ড এখন নাই। মাঠে কোনো একটি দলকে ব্যাপক প্রচারণা দিচ্ছে।
যেমন আজকে আমি তথ্য উপদেষ্টাকে ফোন করেছিলাম যে, আপনার টেলিভিশন (বিটিভি) তো এখনো মুসলমান হয় নাই।

কারণ এটা নিরপেক্ষ হয়নি। উনি অনেকটা স্বীকার করেছেন, অসহায়ত্বের কথা বলেছেন। আমরা বলছি, অনতিবিলম্বে প্রচারণা যেন ইকুয়াল হয়, সে ব্যাপারে উদ্যোগ গ্রহণ করার জন্য।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *