ঢাকা: বাংলাদেশের বেলুন গিয়ে পড়ল ভারতের আসামের মাটিতে। দুই দেশের কূটনৈতিক পরিস্থিতি যখন উত্তপ্ত তখনই এমন ঘটনা! যা নিয়ে সীমান্তবর্তী এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।
তবে প্রাথমিক তদন্তের পরে পুলিশ জানিয়েছে, বিশাল বেলুনে সন্দেহজনক কিছু পাওয়া যায়নি। তবে বিষয়টি নিয়ে উচ্চ পর্যায়ের তদন্ত শুরু হয়েছে।
পুলিশ এবং স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রবিবার সকালে বেলুনটি পড়ে অসমের কাছাড় জেলার বড়খোলা থানা এলাকায়। হঠাৎ করে মাসিমপুর গ্রামে কৃষি জমিতে বিশাল আকারের বেলুনটি দেখতে পান বাসিন্দারা।
এই ঘটনায় হুলুস্থুল পড়ে যায়।
এই খবর পেয়েই সীমান্তে থাকা মাসিমপুর এলাকায় যান কাছাড়ের সিনিয়র পুলিশ সুপার পার্থপ্রতিম দাস।
সেই বেলুনটির গায়ে ঘিলাছড়া দ্বি-মুখী হাইস্কুলের নাম লেখা ছিল। বড়খোলা থানার আধিকারিক সুব্রত সেন জানিয়েছেন, সিলেট এলাকার উক্ত স্কুলের ৬৫ বছর পূরণ উপলক্ষ্যে বেলুন ছাড়া হয়েছিল বলে মনে করছেন তাঁরা।
তবে স্কুলের উদযাপন হলেও বেলুনটি কী ভাবে সীমান্ত অতিক্রম করে পড়লো সে বিষয়টা তদন্ত করে দেখছে পুলিশ।
