কক্সবাজার: আগুন লাগিয়ে সারা দেশ জ্বালিয়ে ফেলা হচ্ছে। এই সন্ত্রাসীরা কি অপারেশন ডেভিল হান্টের আওতায় আসবে?
কক্সবাজারের মহেশখালীর মাতারবাড়ী কয়লা বিদ্যুৎকেন্দ্রের স্ক্র্যাপ ইয়ার্ডে (মালামাল রাখার জায়গা) অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
জ্বলছে যেন পুরো দেশ ।
দেশের গুরুত্বপূর্ণ জাতীয় সম্পদের অন্যতম কক্সবাজারের ‘মাতারবাড়ি কয়লা বিদ্যুৎ কেন্দ্র’।
সেই মাতারবাড়ি কয়লা বিদ্যুৎ প্রকল্প দাউ দাউ করে জ্বলছে আগুনে!
সোমবার, ১২ জানুয়ারি রাত ৯টার দিকে আগুনের সূত্রপাত হয়। জানা গিয়েছে, প্রায় ১১ টা নাগাদ আগুন নিয়ন্ত্রণে আসে।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাতের অন্ধকারে দাউদাউ করে জ্বলতে থাকা আগুন দূর থেকেও পরিষ্কার দেখা যাচ্ছিল।
মহেশখালী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাম প্রসাদ সেন বলেন, ‘বিদ্যুৎ কেন্দ্রটির স্ক্র্যাপ রাখার ইয়ার্ডে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে আনতে আমাদের দুটি ইউনিট কাজ করছে।’
তবে অগ্নিকাণ্ডের কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে এখনো কিছু জানা যায়নি।
