ফরিদপুর: আবারো দুর্ঘটনা দেশে। নতুন বছরে এখন অবধি কয়েকটি দুর্ঘটনা ঘটে গেলো।

এবার ফরিদপুরের বোয়ালমারীতে শ্রমিকবাহী পিকআপে ট্রেনের ধাক্কায় দুই ভাইসহ ৩ শ্রমিক নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও ১০ শ্রমিক।

ঘটনাটি ঘটে সোমবার দুপুর ৩টার দিকে কালুখালী-ভাটিয়াপাড়া রেললাইনের বোয়ালমারী পৌরসভার সোতাশী এলাকায়।

দুর্ঘটনায় নিহত হয়েছেন জনতা জুট মিলের শ্রমিক ময়না ইউনিয়নের বিলকরাইল গ্রামের ছায়ফার মোল্লার দুই ছেলে মো. জব্বার মোল্লা, মো. মুছা মোল্লা এবং একই গ্রামের আবুল কালামের স্ত্রী জাহানারা বেগম।

জানা গেছে, বোয়ালমারী উপজেলার সাতৈর ইউনিয়নের ডোবরা জনতা জুটমিল থেকে কাজ শেষ করে প্রায় ১৫ জন শ্রমিক নিয়ে একটি পিকআপ বোয়ালমারী পৌরসদরের দিকে যাচ্ছিল।

এদিকে সোতাশী অরক্ষিত রেলগেট এলাকায় দুপুর ৩টার দিকে পিকআপটিকে সজোরে ধাক্কা দেয় কালুখালী থেকে ভাটিয়াপাড়াগামী যাত্রীবাহী লোকাল ট্রেন।

দুর্ঘটনায় জায়গাতেই ৩ শ্রমিকের মৃত্যু হয়।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *