ঢাকা: ভারত তার অবস্থানেই আছে। বরং বাংলাদেশ তথা আসিফ নজরুল সাহেব একদম মারমুখো। আসিফ ভারতের মাটিতে টি-২০ বিশ্বকাপের ব্যাপারে প্রথম থেকেই ঘি ঢালছেন, মিথ্যা ছড়াচ্ছেন।

মঙ্গলবার আইসিসি বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে জানিয়ে দিল, নিরাপত্তা নিয়ে যে উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ তার কোনো সত্যতা নেই‌। ভারত থেকে ম্যাচ সরানো যাবে না। তাই নিজেদের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করে দেখুক বিসিবি।

তবে পালটা বিসিবি জানায়, তাদের পক্ষে ভারতে দল পাঠানো সম্ভব নয়।

ইতিমধ্যে আসিফ নজরুলের মিথ্যাচার ও ধরা পড়েছে। তাঁর কথার সত্যতা কোনোদিন নেই। এই উপদেষ্টা নামক অপদেষ্টারা কেবল ভারত বিরোধিতার চালাকি করে যাচ্ছেন।

বাংলাদেশের ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল আইসিসির ‘ইন্টারন্যাল অ্যাসেসমেন্ট’ রিপোর্টের নামে মিথ্যাচার করেছেন। তিনি দাবি করেছেন, আইসিসি থেকে নাকি বলা হয়েছে মুস্তাফিজকে দলে রাখলে তাদের নিরাপত্তার সমস্যা বাড়বে। বাংলাদেশের জার্সি পরলেও তার নিরাপত্তার সমস্যা হবে। বাংলাদেশে নির্বাচন আছে, তাই সেটারও প্রভাব পড়বে। কিন্তু এর কোনওটাই সত্যি নয়।

আইসিসি বাংলাদেশের এই অভিযোগ নিয়ে স্বাধীনভাবে তদন্ত করেছে। বিষয়টা এত সহজে ছেড়ে দেয়া হয়নি। বরং খুব সূক্ষ্মভাবে নিরাপত্তা বিশেষজ্ঞদের মাধ্যমে খতিয়ে দেখা হয়েছে, বাংলাদেশ ভারতে খেলতে গেলে দলের সদস্যদের সুরক্ষা বিষয়ক কোনোরকম সমস্যা হবে কিনা।

‘রিস্ক অ্যাসেসমেন্টে’র পর জানা গিয়েছে, ভারতে খেলতে সমস্যা হবে না বাংলাদেশের।

তবে ঘাড় মোটা বিসিবি নিজের অবস্থান দেখাচ্ছে এখন ক্রিকেটের ভবিষ্যতের কথা চিন্তা না করে।

প্রসঙ্গত, মুস্তাফিজুরের ঘটনাকে অনেক বড় করে ফেলেছে বাংলাদেশ। আসিফ নজরুল বিশেষ করে পালে হাওয়া দিয়ে যাচ্ছেন। যাতে ভারত বিরোধিতা অটুট থাকে দেশে।

ক্রিকেট কন্ট্রোল বোর্ডের নির্দেশে ২০২৬ আইপিএল টুর্নামেন্ট থেকে বাংলাদেশ ক্রিকেট দলের তারকা পেস বোলার মুস্তাফিজ়ুর রহমানকে বাদ দিয়েছিল কলকাতা নাইট রাইডার্স।

কিন্তু এই বিষয়টা এখন অবধি এতদূর গড়িয়েছে। বাংলাদেশ ক্রিকেট ভবিষ্যৎ মঙ্গলের কথা বলেছেন বলে তামিম ইকবালকে বানানো হয়েছে ভারতীয় দালাল।সব মিলিয়ে ক্রিকেট অঙ্গনে উত্তেজনা বিরাজ করছে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *