ঢাকা: নির্বাচনের আর বাকি মাত্র একমাস। তার আগেই যদি জেলা প্রশাসকই বলে দেন অর্থাৎ সতর্ক করে দেন যে, এবার ভোটকেন্দ্রে যারা যাবেন তাঁরা মরার প্রস্তুতি নিয়ে যাবেন, তাহলে এই দেশের নিরাপত্তা, আইনশৃঙ্খলা পরিস্থিতি কতটা বিপন্ন অবস্থায় আছে ভাবুন!
দেশের পরিস্থিতিকে উত্তেজনাময় করে রাখা হয়েছে। তারপরেও উপদেষ্টারা বলে যাচ্ছেন নির্বাচনের পরিবেশ রয়েছে! জনগণের জীবনের দায় তো এই সরকারের নেই, তাহলে এই নির্বাচন প্রহসন কেন?
নির্বাচনের ফলাফল তো ঠিক করে রাখাই আছে, ভোটারদের বানানো হবে দর্শক। তাঁদের মতামতের কোনো দাম নেই।
জেলা প্রশাসক কী বললেন একবার দেখে নেবো:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে ভোটগ্রহণ কর্মকর্তাদের কঠোর বার্তা দিয়েছেন মাদারীপুর জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক জাহাঙ্গীর আলম।
তিনি বলেন, এবার যারা নির্বাচনে ভোটকেন্দ্রে যাবেন, তারা মরার প্রস্তুতি নিয়ে যাবেন।
মঙ্গলবার (১৩ জানুয়ারি) সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত সদর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা মিলনায়তন হলরুমে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এই সতর্কবার্তা দেন।
জেলা প্রশাসক জাহাঙ্গীর আলম বলেন, আগের মতো আর দেশটাকে ধ্বংস করা যাবে না। যারা ভয় পান, তারা আগেই জানিয়ে দিয়েন, আমরা তাদের রেখে নির্বাচনের দায়িত্ব দেব। কোনো অবস্থাতেই আগের মতো নির্বাচন হতে দেব না।
সভায় নির্বাচনের সম্ভাব্য প্রিসাইডিং ও সহকারী প্রিসাইডিং কর্মকর্তাদের উদ্দেশ্যে তিনি আরও বলেন, জেলা প্রশাসন আপনাদের পাশে আছে। কোনো ভোটকেন্দ্র যাওয়ার পরে যদি ঝুঁকিপূর্ণ মনে হয়, সেটা সঙ্গে সঙ্গে জানাবেন, সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
সবার সহযোগিতায় একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন মানুষের কাছে উপহার দিতে চাই। এটা আমাদের কমিটমেন্ট।
