ঢাকা: অভিভাবকহীন একটা রাষ্ট্র, বিপদগামী একটা প্রজন্ম! এই দায় ইউনুসকেই নিতে হবে।

উত্তপ্ত হয়ে ওঠে ফার্মগেট এলাকা।
সাজানো গোছানো দেশটিকে পরিকল্পিত ভাবে ধ্বংসস্তূপে পরিণত করা হচ্ছে।

সরকারি বিআরটিসি গাড়ি ভাঙচুর করা হয়। একটা প্রজন্মকে ধ্বংস করে দিলো জঙ্গি জামাত শিবির ও ইউনুস মিলে।

সহপাঠী সাকিবুল হত্যার বিচার ও অভিযুক্তদের দ্রুত গ্রেফতারের দাবিতে শিক্ষার্থীরা বুধবার (১৪ জানুয়ারি) রাজধানীর ব্যস্ত ফার্মগেট মোড়ে সড়ক অবরোধ করেছেন।

দুপুর সাড়ে তিনটার দিকে অবরোধ শুরু হলে গুরুত্বপূর্ণ এলাকায় যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায়।

শিক্ষার্থীরা চেয়ার, টেবিল ও বিভিন্ন ব্যারিকেড দিয়ে সহিংসভাবে সড়ক আটকে রাখেন। পুলিশ বারবার তাদের সড়ক থেকে সরানোর চেষ্টা করলেও শিক্ষার্থীরা অনড় থাকেন।

মাঝে মাঝে কিছু গাড়ি সরানোর চেষ্টা করলে শিক্ষার্থীরা গাড়ির সামনে শুয়ে পড়েন ওঁরা । ব্যাপক ধস্তাধস্তি ও হাতাহাতির ঘটনা ঘটে।

অবরোধ চলাকালে মিরপুরগামী একটি দ্বিঘাত বিআরটিসি বাস ভাঙচুর করা হয়।

বাস চালক রেজাউল করিম বলেন, “আমাকে বাসটি এগিয়ে দিতে বলা হয়েছিল। হঠাৎ ভাঙচুর শুরু হয়। যাত্রীরা আতঙ্কিত হয়ে দ্রুত বাস থেকে নেমে যান।”

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *