ঢাকা: উত্তপ্ত বাংলাদেশে দেশজুড়ে বইছে ভারত-বিরোধিতার হাওয়া। এবং নয়াদিল্লির সঙ্গে সংঘাত বাড়িয়েই চলেছে ঢাকা।
আসিফ নজরুল তো মিথ্যাচার করেই চলেছেন।
তবে ভারত বিরোধিতা করলেও ভারতের চাল নিয়ে অসুবিধা নেই বাংলাদেশের।
এবার ভারত থেকে আমদানি করা পাঁচ হাজার মেট্রিক টন চাল এসেছে মোংলা বন্দরে। ভারত থেকে সিদ্ধ চালবোঝাই জাহাজটি মঙ্গলবার (১৩ জানুয়ারি) সন্ধ্যায় মোংলা বন্দরে ভিড়েছে।
খাদ্য অধিদপ্তরের মোংলার সহকারী খাদ্য নিয়ন্ত্রক মুহাম্মদ আব্দুল সোবহান সরদার জানান, ভিয়েতনাম পতাকাবাহী এমভি হং টার্ন নামের জাহাজে ভারত থেকে আমদানি করা পাঁচ হাজার মেট্রিক টন চাল এসেছে।
বুধবার বিকেলে জাহাজ থেকে নমুনা সংগ্রহ করে পরীক্ষা-নিরীক্ষার জন্য খুলনা ও ঢাকার ল্যাবে পাঠানো হয়েছে।
ল্যাব টেস্টের হয়ে গেলে বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সন্ধ্যা থেকে জাহাজটি থেকে চাল খালাস এবং পরিবহন শুরু হবে।
