ঢাকা: হজ করতে গিয়ে মৃত্যু ঘটল এক বাংলাদেশীর। এই বছর হজ করতে সৌদি আরবে যাওয়া প্রথম একজন বাংলাদেশির মৃত্যুর খবর পাওয়া গেছে। মদিনায় বাংলাদেশ হজ অফিসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই বিষয়ে বলা হয়েছে, গত ২৯ এপ্রিল মো. খলিলুর রহমান (৭০) নামের ওই বাংলাদেশি ব্যক্তি মারা গিয়েছেন।
খলিলুর রহমান বাংলাদেশের রাজবাড়ীর পাংশা উপজেলার রামকল বাহাদুরপুর গ্রামের বাসিন্দা।
এদিকে, হজ পারমিট (অনুমতি) ছাড়া হজ পালন না করার জন্য অনুরোধ করেছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। আর সৌদি আরবও হজ যাত্রীদের জন্য বেশ কড়া অবস্থানে রয়েছে।
ধর্ম মন্ত্রণালয় জানিয়েছে, এবারের হজে বাংলাদেশ থেকে মোট ৮৭ হাজার ১০০ জন হজযাত্রী সৌদি আরবে যাবেন। তাঁদের মধ্যে ৫ হাজার ২০০ জন সরকারি ব্যবস্থাপনায় এবং ৮১ হাজার ৯০০ জন বেসরকারি ব্যবস্থাপনায় যাবেন।
তিনটি এয়ারলাইনস—বিমান বাংলাদেশ, সাউদিয়া ও ফ্লাইনাস—মোট ২৩২টি প্রাক-হজ ফ্লাইটের মাধ্যমে হজযাত্রী পরিবহন করবেন। এর মধ্যে বিমান বাংলাদেশ ১১৮টি ফ্লাইটে ৪৪,৩০৭ জন, সাউদিয়া ৮০টি ফ্লাইটে ৩২,৭৪০ জন, ফ্লাইনাস ৩৪টি ফ্লাইটে ১৩,০৫৩ জন হজযাত্রী পরিবহন করবেন।