ঢাকা: বিনিয়োগ নেই, আমদানি-রপ্তানি নেই, তৈরি পোশাক খাত প্রায় বন্ধ। দেশের অর্থনীতি ক্রমাগত নিম্নমুখী।
৫ আগস্টের পর তথা মুহাম্মদ ইউনূস ক্ষমতায় আসার পর থেকে বেসরকারি খাতের ব্যাংক ঋণের নিম্নমুখী প্রবণতা থামার ঠিক পরের মাসেই আবার আগের চিত্রই দেখা গেছে।
দেখা গেছে, মাঝখানে মার্চে প্রবৃদ্ধির হার সামান্য বাড়লেও এপ্রিলেই আবার কমে যায়।
বাংলাদেশ ব্যাংকের সম্প্রতি প্রকাশিত তথ্য অনুযায়ী, এপ্রিলে ঋণের প্রবৃদ্ধি হয়েছে ৭ দশমিক ৫০ শতাংশ।
এবং দেখা গেলো টানা ছয় মাস ধরে বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি ৮ শতাংশের নিচে।
বাংলাদেশে জিনিসপত্রের দাম হয়েছে আকাশছোঁয়া। বাংলাদেশে কোনো জিনিসের দাম একবার বাড়লে, তা আর কখনো আগের মতো হয় না।পেঁয়াজ, চাল, ডাল, তেল—সবকিছুর দাম আকাশছোঁয়া।
দেশে মধ্যবিত্তদের কষ্ট নিয়ে কেউ ভাবে না।গরিব আরও গরিব হয়, ধনী আরও ধনী।
ব্যবসায়ী নেতা বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজের (বিসিআই) সভাপতি আনোয়ার-উল আলম চৌধুরী পারভেজ বলছেন, কলকারখানায় পর্যাপ্ত গ্যাস সরবরাহ না থাকা, উচ্চ মূল্যস্ফীতি, রাজনৈতিক অস্থিরতা তো আছেই, এইসব বিভিন্ন কারণে বেসরকারি খাতে ঋণ প্রবাহ কমেছে।
এমন পরিস্থিতিতে ব্যবসায়ীরা নতুন বিনিয়োগে আগ্রহ হারিয়ে ফেলেছেন। পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন তাঁরা।