আগামী সেপ্টেম্বর মাসে নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনুস যদি জাতিসংঘ অধিবেশনের সময় নিউ ইয়র্ক সফর করেন, তবে তাঁর বিরুদ্ধে ‘সর্বকালের বৃহত্তম প্রতিবাদ সমাবেশ’ আয়োজনের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্রে অবস্থানরত মুক্তিযোদ্ধা এবং বঙ্গবন্ধুপ্রেমী বিভিন্ন সংগঠন।

বঙ্গবন্ধু পরিষদের সভাপতি এবং নিউ জার্সি প্রবাসী বীর মুক্তিযোদ্ধা ড. নুরুন নবী জানান, ইউনুসের সফরকে বাংলাদেশবিরোধী অপচেষ্টা এবং গণতন্ত্রবিরোধী ষড়যন্ত্রের অংশ হিসেবে দেখা হচ্ছে।

তিনি বলেন, “ইউনুস নিউ ইয়র্ক এলে এবার এমন গণজোয়ার তুলব, যা স্মরণকালের মধ্যে সবচেয়ে বড় প্রতিবাদ সমাবেশ হিসেবে ইতিহাসে লেখা থাকবে।”

এদিকে, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ শাখার সভাপতি ড. সিদ্দিকুর রহমান বলেন, “আমরা ইতিমধ্যেই দেশের ৫০টি অঙ্গরাজ্য থেকে দেশপ্রেমিক প্রবাসী বাঙালিদের ঐক্যবদ্ধ করছি।

নিউ ইয়র্কে জাতিসংঘের সামনে হোক বা ইউনুস যেখানে থাকুক, সেখানে হাজার হাজার প্রবাসী বাঙালি প্রতিবাদ জানাতে উপস্থিত থাকবে। অনেকে স্বেচ্ছায় আইন ভঙ্গ করে গ্রেফতার হবার জন্যও প্রস্তুতি নিচ্ছে।”

আন্তর্জাতিক সমন্বয় শুরু প্রতিবাদের প্রস্তুতি ইতিমধ্যেই আন্তর্জাতিক মাত্রা পেয়েছে।

কানাডা, মেক্সিকো, ইউরোপ, যুক্তরাজ্য (ইউকে), অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকাসহ বিভিন্ন দেশের বঙ্গবন্ধুপ্রেমী প্রবাসী বাঙালিরা নিউ ইয়র্কে আসার জন্য হোটেল বুকিং শুরু করেছেন।

ড. প্রদীপ রঞ্জন কর জানিয়েছেন, “এটি হবে স্মরণকালের বৃহত্তম প্রতিবাদ সমাবেশ।

ইউনুসকে স্পষ্ট বার্তা দিতে হবে — বঙ্গবন্ধুর বাংলাদেশে ষড়যন্ত্রের দিন শেষ।

প্রবাসে বসে আর বাংলাদেশবিরোধী মিথ্যাচার চলতে দেওয়া হবে না।”

বঙ্গবন্ধু সম্মেলনের ঘোষণা
এদিকে বঙ্গবন্ধু পরিষদ গ্রেটার ওয়াশিংটন শাখা এক যুগান্তকারী কর্মসূচির ঘোষণা দিয়েছে।

সংগঠনটি আগামী ১৫ আগস্ট আন্তর্জাতিক বঙ্গবন্ধু সম্মেলনের আয়োজন করছে।

ওই সম্মেলনে বঙ্গবন্ধুর আদর্শ, মুক্তিযুদ্ধের চেতনা ও বাংলাদেশের বর্তমান রাজনীতি নিয়ে আলোচনা হবে।

নিউ ইয়র্কের প্রতিবাদ কর্মসূচির প্রস্তুতির রোডম্যাপও এই সম্মেলনে চূড়ান্ত করা হবে বলে জানা গেছে।

প্রবাসী সমাজে ইতিমধ্যেই ব্যাপক সাড়া পড়েছে। নিউ ইয়র্ক, নিউ জার্সি, ভার্জিনিয়া, মেরিল্যান্ডসহ বিভিন্ন অঙ্গরাজ্যে সভা-সমাবেশ, অনলাইন প্রচারাভিযান জোরদার করা হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমেও এই প্রতিবাদ কর্মসূচিকে সামনে রেখে ব্যাপক প্রচারণা চলছে।

সংগঠনগুলোর একটাই বার্তা — ইউনুসের মাধ্যমে বাংলাদেশের গণতন্ত্রবিরোধী ষড়যন্ত্র আর বরদাস্ত করা হবে না। বিশ্ব দরবারে প্রবাসী বাঙালিরা এবার ঐক্যবদ্ধ প্রতিরোধ দেখাবে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *