দিনাজপুর: দিনাজপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কায় মারা গিয়েছেন ৫ জন।
শনিবার, ১৪ জুন ভোর ৪টা ২০ মিনিটের দিকে উপজেলার নূরজাহানপুর এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে।
ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নজমুল হক এই বিষয়টি নিশ্চিত করেছেন। ঘটনায় আহত হয়েছেন ১৫ জন।
খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের উদ্ধার করে।
এ সময় আহতদের মধ্যে কয়েকজনকে হাসপাতালে ভর্তি করা হয়।
ঘটনা সম্পর্কে জানা যাচ্ছে, আমবোঝাই কয়েকটি ট্রাক দাঁড়িয়েছিল। ভোর ৪টার পর পঞ্চগড় থেকে ছেড়ে যাওয়া ঢাকাগামী নাবিল পরিবহণের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে পেছন থেকে একটি ট্রাককে ধাক্কা দিয়ে দেয়।
হতাহতদের দ্রুত উদ্ধার করা হয়।