ঢাকা: চার দিনের বিতর্কিত যুক্তরাজ্য সফর শেষে বাংলাদেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।
শনিবার, ১৪ জুন সকাল ৯ টা ৪৫ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন।
শুক্রবার লন্ডনের স্থানীয় সময় সন্ধ্যা ৭ টা ১৫ মিনিটে ঢাকার উদ্দেশ্যে হিথ্রো আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন তিনি।
যুক্তরাজ্যে গিয়ে আসলে দেশের জন্য কতটুকু স্বার্থ অর্জন করতে পারলেন ইউনূস?
কিছুই পারেননি। পুরোটাই ছিলো বিতর্কে ভরা।
ডাস্টবিনে ইউনূসের ছবি লাগিয়ে সেখানে ময়লা ফেলে প্রতিবাদ সাব্যস্ত হয়েছে, ইউনূসের পুত্তলিকায় জুতার মালা পরানো হয়েছে। স্লোগান উঠেছে ইউনূস বিরোধী।
একের পর এক অপমান গলায় চেপে নিয়ে এবার দেশে ফিরলেন তিনি হাসিমুখে।
রাষ্ট্রীয় সফরের অজুহাত দিয়ে রাষ্ট্রের কোটি কোটি টাকা খরচ করে ইউনূস এবং তাঁর বিশাল বহর যুক্তরাজ্যে গেছেন নিজের জন্য রাষ্ট্রের টাকায় কেনা অ্যাওয়ার্ড নিতে।
এবং দ্বিতীয়ত তারেক রহমানের সাথে রুদ্ধদ্বার বৈঠক করতে। নির্বাচন ইস্যুকে দমিয়ে নিজের ক্ষমতাকে দীর্ঘস্থায়ী করা ছাড়া এই সফরে আর কোনো কিছু দেখা যায় না।
এই দুইটি কাজ ছাড়া এই সফরে বাংলাদেশের জন্য অপমান ছাড়া ইউনূস আর কিছুই দিতে পারেননি।
যার সাথে দেখা করার কথা বলে গিয়েছিলেন তিনি নিজেই জানেননা ইউনূস তাঁর দেশে যাবেন আর সে জন্য তিনি দেশে থাকা স্বত্তেও ইউনূসকে পাত্তাই দেননি সাক্ষাতের জন্য।
দেশে সন্ত্রাসী ও জঙ্গিদের মুক্তি দেয়া, অর্থনীতির ভঙ্গুর দশা জনজীবনে অশান্তি এসব ছাড়া স্বস্তির হাওয়া এই ১০ মাসে দিতে পারেননি ইউনূস ।