চুয়াডাঙ্গা: প্রয়াত হলেন চুয়াডাঙ্গার প্রবীণ রাজনীতিক ও সাবেক এমপি সোলায়মান হক জোয়ার্দার সেলুন।

চুয়াডাঙ্গার প্রবীণ রাজনৈতিক ব্যক্তিত্ব চুয়াডাঙ্গা-১ আসনের সাবেক সংসদ সদস্য ও হুইপ বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দার সেলুন মারা গিয়েছেন।

তিনি ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

সোলায়মান হক জোয়ার্দার সেলুনের জনপ্রিয়তা ছিলো আকাশছোঁয়া । তিনি একজন জনপ্রিয় ও শ্রদ্ধাভাজন রাজনীতিক।

তাঁর অবদান চুয়াডাঙ্গা জেলার উন্নয়ন এবং রাজনৈতিক অঙ্গনে স্মরণীয় হয়ে থাকবে। তাঁর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

শোকে ভেঙে পড়েছে জনগণ। তাঁর শেষ বিদায়ে লাখো জনতার ঢল নেমেছে। যার জন্য অশ্রু ঝরাচ্ছে অগণিত মানুষ।

তাঁকে এক নজর দেখতে ব্যাকুল চুয়াডাঙ্গার আপামর জনতা।লাখো জনতাকে শোকের সাগরে ভাসিয়ে তিনি চলে গেলেন।

মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৬ বছর। তিনি স্ত্রী ও একমাত্র কন্যাসন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন এই সংসারে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *