সিলেট: জাফলংয়ে দুই উপদেষ্টার গাড়ি আটকে রীতিমতো স্লোগান উঠতে থাকে ভুয়া ভুয়া।

শ্রমিকরা ক্ষিপ্ত হয়ে ওঠেন দুই উপদেষ্টার উপর।

সিলেটের পর্যটনকেন্দ্র জাফলং পরিদর্শন শেষে ফেরার পথে অন্তর্বর্তী সরকারের দুই উপদেষ্টার গাড়িবহর আটকে বিক্ষোভ করেছেন বালু ও পাথর শ্রমিকরা। গাড়ি আটকে দিয়ে ভুয়া ভুয়া স্লোগান দিতে থাকেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে ভিডিও। শ্রমিকদের ঠাণ্ডা করার চেষ্টা করছেন পুলিশ সদস্যরা।

শনিবার, ১৪ জুন দুপুর পৌনে ১২টার দিকে সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ে ‘প্রতিবেশগত সংকটাপন্ন এলাকা (ইসিএ)’ পরিদর্শন শেষে ফিরছিলেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান এবং জ্বালানি উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।

জাফলংয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপের সময় পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, সিলেটে নান্দনিক ও নৈসর্গিক আবেদন আছে, এমন জায়গা থেকে আমরা আর পাথর উত্তোলনে অনুমতি দেব না।

এই জায়গা (জাফলং) প্রতিবেশগত সংকটাপন্ন এলাকা, যারা এখানে পাথর উত্তোলন করেন, পরিবেশবান্ধব পর্যটনের বিকাশের জন্য তাদের বিকল্প কর্মসংস্থানের জন্য আমরা পর্যটন মন্ত্রণালয়ের সঙ্গে কথা বলেছি।

একজন সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন: লক্ষ শ্রমিকের কর্মসংস্থান বন্ধ করে এরকম হঠকারী সিদ্ধান্তকে মেনে নেওয়া যায় না।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *