ঢাকা: ইরান মৌলবাদী শাসকদের অধীন এক দেশ, তেল সম্পদ ভরপুর । নারী স্বাধীনতা কবেই হরণ করে নেয় খোমেইনি ।

এবং খোমেইনির শাসনকালেই ইরানে গণতন্ত্রকে হত্যা করা হয়েছিল । সেই দেশে মুহুর্মুহু আক্রমণ চালাচ্ছে ইজরায়েল।

ইজরায়েল প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানিয়েছে, চার দিনের সংঘর্ষে ইরানের প্রায় ১২০টি ক্ষেপণাস্ত্র লঞ্চার ধ্বংস করা হয়েছে।

সোমবার সকালে, ইজরায়েল তেহরানের দিকে আসা ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র লঞ্চার বহনকারী ট্রাক-সহ অস্ত্রের সরবরাহ আটকে দেয়।

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বলেছেন, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনেইকে হত্যা করলেই সংঘাতের অবসান হবে।

এদিকে,তেহরানে অবস্থিত বাংলাদেশ দূতাবাস মহা বিপদে এখন। গত শুক্রবার থেকে ইরানে ইসরায়েলের টানা হামলার ফলে বাংলাদেশের নাগরিকরা খানিক নিরাপদে থাকলেও তেহরানে অবস্থিত বাংলাদেশ দূতাবাস মারাত্মক ঝুঁকির মধ্যে রয়েছে।

কারণ, দূতাবাস ভবনের এক কিলোমিটারের মধ্যে তেহরান ইউনিভার্সিটির রিসার্চ ইনস্টিটিউট ফর নিউক্লিয়ার মেডিসিনসহ প্রায় দুটি সংবেদনশীল স্থাপনা রয়েছে, যেগুলো ইসরায়েলি হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে।

বর্তমানে ইজরায়েলি আক্রমণের মুখে দূতাবাস এবং এর আশপাশে বসবাস করা কূটনীতিক, কর্মকর্তা, কর্মচারী এবং তাঁদের পরিবারের সদস্যদের জীবন হুমকির মুখে পড়েছে।

আশঙ্কায় তাঁদের শহরের বাইরে ৩০-৪০ কিলোমিটার দূরের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার তাৎক্ষণিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তবে ইরানের বর্তমান যেমন অবস্থা তাতে কোথাও নিরাপদ জায়গা খুঁজে পাওয়া খুব কঠিন।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, তেহরানে বাংলাদেশ দূতাবাস ভবনের আশপাশে আরও একটি পরমাণু স্থাপনা ও একটি গুরুত্বপূর্ণ আইটি অবকাঠামো রয়েছে, যেগুলোর ওপরও ইসরায়েলি হামলার আশঙ্কা রয়েছে।

ইরানের বিভিন্ন শহরে প্রায় ৬০০ বাংলাদেশি স্থায়ীভাবে বসবাস করছেন। তাঁদের অধিকাংশই আবার স্থানীয়ভাবে বিয়ে করে গত ৩০ বছর ধরে সেখানে আছেন।

এর বাইরে প্রায় ৮০০ জন অবৈধভাবে অবস্থান করে বিভিন্ন জায়গায় কাজও করছেন।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *