ঢাকা: লন্ডনে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান মুহাম্মদ ইউনুসের সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মধ্যে গত শুক্রবার ‘ফলপ্রসূ’ বৈঠক হয়েছে যদিও বিএনপি’ কড়া বার্তাই দিচ্ছে ইউনূসকে ।

বৈঠকে স্থির হয় ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন হবে।

আগামি ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের বিষয়ে হওয়া সিদ্ধান্ত নিয়ে দ্রুত নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে আলোচনা করার জন্য অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।

সালাহউদ্দিন আহমদ বলেছেন, আমরা যেন দ্রুত সময়ের মধ্যে গণতান্ত্রিক ধারায় ফিরে যেতে পারি, এই ব্যবস্থা এই সরকারকে নিতে হবে।

বাজেট নিয়েও ক্ষোভ প্রকাশ করেন তিনি।

বিএনপির নেতা বলেন, বাজেটে রাজস্ব খরচের পরিমাণ উন্নয়ন খরচের দ্বিগুণ। এই অবস্থায় এই উন্নয়ন বাজেট পরনির্ভরশীল হবে, ঋণ নিতে হয়।

অর্থাৎ বাজেট বিদেশি ঋণ ও আর্থিক খাত নির্ভর হয়। এই অবস্থা থেকে উত্তরণ ঘটাতে না পারলে নিজস্ব অর্থনীতির ওপর ভিত্তি করে বাজেট প্রণয়ন করা সম্ভব হবে না।

আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়ের কথা তিনি উল্লেখ করেন যে লন্ডনে প্রধান উপদেষ্টার সঙ্গে তারেক রহমানের বৈঠকে এই সরকারের দায়মুক্তির বিষয়ে কোনো আলোচনা হয়নি।

যাই হোক, পরিষ্কার করে বললে, ড. ইউনুস সরকারের পরিকল্পনা বিএনপি ভালো করেই বুঝতে পারছে ।

১০ মাস ধরে ক্রমাগত চাপ দেয়ার পরে ইউনুস সরকার এপ্রিল ২০২৬ এ নির্বাচনের দিন ঘোষণা করেছেন ঠিকই কিন্তু রাজনীতির ময়দানে পোড় খাওয়া বিএনপি ভালো করেই জানে ১০ মাস পরেও এপ্রিল ২০২৪ এ নির্বাচন হবে না।

তাই ফের চাপ দিতে থাকে। তারপর স্থির হয় ফেব্রুয়ারিতে হবে। তবে আদৌ এই মাসে হবে কিনা, তার কোনো নিশ্চয়তা নেই। কারণ ইউনূস পালস্ ধরতে পারেন এবং শান্ত রাখতে জানেন।

এর আগে আহমেদ বলেছিলেন কড়া ভাষায়, ড. ইউনূস থাকতে না চাইলে জনগণ বিকল্প বেছে নেবে।

সালাহউদ্দিন আহমদ বলছিলেন, আমরা নির্বাচনের রোডম্যাপ দিতে বললে সরকারের কয়েকটি কর্ণার বিলম্বিত করে সরকারকে টেনে নিয়ে যেতে চায়।

আর এই দায়-দায়িত্বগুলো প্রধান উপদেষ্টার ঘাড়ে এসে যাচ্ছে। আমরা চেয়েছি রোডম্যাপ, উনি নিজে দায়িত্ব ছেড়ে দিতে চান। রাষ্ট্র পরিচালনায় আবেগের কোনও বিষয় নেই।

আবেগতাড়িত কোনও সিদ্ধান্ত নেয়ার বিষয় নয় এটি। আমরা তো উনার পদত্যাগ চাইনি।

তারপরও উনি যদি ব্যক্তিগতভাবে মনে করেন যে, উনার অসুবিধা হচ্ছে, থাকতে চান না, তখন জাতি সেটার বিকল্প চিন্তা করবে। এই পৃথিবীতে কেউ অপরিহার্য নয়।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *