ঢাকা: চলছে গ্রেপ্তারি, ভুয়া মামলার জোয়ার। মুহাম্মদ ইউনূস আমলে একের পর এক এমন ঘটনা ঘটেই চলেছে।
রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে সাবেক ছাত্রনেতা, দৌলতপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি, কুষ্টিয়া-১ আসনের সাবেক সংসদ সদস্য আঃকঃমঃ সরওয়ার জাহান বাদশাহকে গ্রেপ্তার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ।
এদিন, মঙ্গলবার, ১৭ জুন দুপুর ১টায় মোহাম্মদপুরের বসিলা সিটি ডেভেলপার এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেফতার করা হয়।
এই গ্রেফতারি অভিযানের নেতৃত্ব দেন মোহাম্মদপুর থানার পরিদর্শক (তদন্ত) হাফিজুর রহমান।
তবে তাঁর বিরুদ্ধে সঠিক কী মামলা রয়েছে তার জানানো হয়নি পরিষ্কারভাবে।
তিনি বলেন, ‘গোপন সংবাদের ভিক্তিতে আমরা মোহাম্মদপুরের বসিলা সিটি ডেভেলপার এলাকায় অভিযান চালিয়ে সাবেক সংসদ সদস্যকে গ্রেফতার করতে সক্ষম হই।
আমরা আইনানুগ প্রক্রিয়া শেষে তাঁকে আদালতে পাঠাবো।
রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের এক সময়ের সভাপতি বাদশাহ্ ২০১৮ সালের একাদশ সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নে সংসদ সদস্য নির্বাচিত হন।
মুহাম্মদ ইউনুসের হাতে এখন বন্দি গণতন্ত্র!
বাংলাদেশের স্বাধীনতা ও গণতন্ত্রের নেতৃত্বদানকারী সংগঠন আওয়ামী লীগকে নিষিদ্ধ করে এবং এর নেতা-কর্মীদের গ্রেপ্তার করে ইউনুস সরকার প্রমাণ করছে বারবার যে এটি একটি ষড়যন্ত্রমূলক শাসনব্যবস্থা।
এখানে বিচার নেই, অধিকার নেই, শুধু আছে দমন-পীড়ন!