চট্টগ্রাম: বাংলাদেশে বিএনপি-জামাত ধান্ধাবাজরাই হচ্ছে ‘ বড় সাংবাদিক’। তার মধ্যে এক প্রতারককে গ্রেপ্তার করা হয়েছে।
চট্টগ্রামে এক প্রতারক সাংবাদিকের ছদ্মবেশে গেস্ট হাউসে ঢুকে তল্লাশি চালিয়ে চাঁদা দাবি করেছিলেন, তবে শেষ পর্যন্ত পুলিশের হাতে ধরা পড়েছেন।
ধরা পড়া এই ব্যক্তি যুবদল নেতা এম হান্নান রহিম তালুকদার, যিনি নিজেকে ফেসবুকে একাধারে দৈনিক চট্টগ্রাম সংবাদ-এর সম্পাদক, সিএসটিভি২৪- এর চেয়ারম্যান এবং চট্টগ্রাম প্রেসক্লাবের সদস্য বলে পরিচয় দিয়ে আসছিলেন।
তবে তিনি যা আসলে তিনি তা নন। তার এসব পরিচয় সব মিথ্যা। ধান্দাবাজি করে অর্থ আদায় করা মূল উদ্দেশ্য।
তার বিরুদ্ধে এর আগে একাধিক মামলা ছিল, আর এবার সরাসরি প্রতারণা ও চাঁদাবাজির অভিযোগে গ্রেপ্তার হলেন হান্নান।
সাংবাদিক পরিচয়ে গেস্ট হাউসের কক্ষে কক্ষে তল্লাশি, দম্পতির কাছে বিয়ের প্রমাণ দাবি!
এই হান্নানের কু-কীর্তির শেষ নেই।
চট্টগ্রাম নগরীর বহদ্দারহাটে একটি গেস্ট হাউসে সাংবাদিক পরিচয়ে ক্যামেরা নিয়ে তল্লাশি চালানোর ভিডিও ভাইরাল হয়ে পড়েছে ।
হান্নান রহিম তালুকদার নামের একটি ফেসবুক আইডিতে এটি আপলোড হয়। ১৫ মিনিট ৪৪ সেকেন্ডের এই ভিডিও আপলোডের পর সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে যায়।
এখানে উল্লেখ করা জরুরি যে,৫ আগস্টের পর এদের মতো ব্যক্তিদের রমরমা বেড়েছে।
৫ আগস্টের আগে হান্নান রহিম তালুকদার পরিচিত ছিলেন চট্টগ্রামের ‘অন্ধকার গলির’ মানুষ হিসেবে। ৫ আগস্টের পর বাংলাদেশে অন্ধকারে ডুবে যাওয়ার পর তিনি হন ‘বড় সাংবাদিক’।
পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার (১৬ জুন) রাত ১০টার দিকে চট্টগ্রাম মহানগরের কোতোয়ালী থানা এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে চান্দগাঁও থানা পুলিশের একটি দল।
চান্দগাঁও থানার ওসি আফতাব উদ্দিন বলেন, “সাংবাদিক পরিচয়ে কেউ হোটেলে গিয়ে কক্ষ তল্লাশি করতে পারে না। অভিযোগ থাকলে সেটি তদন্ত করে ব্যবস্থা নেওয়ার এখতিয়ার শুধুই পুলিশের।”