ঢাকা: চলছে কালা আইনের বিরুদ্ধে আন্দোলন।

সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ ২০২৫— বাতিলের দাবিতে আগামিকাল বৃহস্পতিবার তথা ১৯ জুন সচিবালয়ের ভেতর ফের জমায়েত হয়ে কঠোর কর্মসূচি
করার হুঁশিয়ারি দিয়েছেন বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের আন্দোলনকারী কর্মচারীরা।

এদিন, বুধবার সমাজকল্যাণ উপদেষ্টা শারমীন এস মুরশিদ বরাবর স্মারকলিপি দেওয়ার সময় এই মন্তব্য করে জানিয়ে দেন তাঁরা।

উল্লেখযোগ্য যে, ‘সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ ২০২৫’ বাতিলের দাবিতে সচিবালয়ে কর্মরত বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগের কর্মচারীরা মঙ্গলবারও বিক্ষোভ করেছেন।

কালা আইনের বিলুপ্তি চান তাঁরা।

সংশোধিত অধ্যাদেশ বাতিলের দাবিতে স্লোগান দেন— “অবৈধ কালো আইন মানি না, মানব না।”

এর আগে কর্মচারীরা বলেছেন, প্রতিবাদের ভাষা রুদ্ধ করে রাষ্ট্র কখনও টিকে থাকতে পারে না।

সরকারি কর্মচারীদের কণ্ঠরোধে প্রণীত “সরকারি চাকরি আইন-২০১৮ এর সংশোধনকল্পে প্রনীত অধ্যাদেশ-২০২৫” একটি কালো আইন।

এই আইন বাকস্বাধীনতা হরণ এবং রাষ্ট্রকে অন্ধ আনুগত্যে বাধ্য করার একটি নগ্ন প্রয়াস।

কর্মীরা বলছেন, এই কালো আইন চাই না। আমরা এর বাতিল চাই।

আমরা বাকস্বাধীনতা চাই, ভয়মুক্ত কর্মপরিবেশ চাই।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *