ঢাকা: বাংলাদেশের স্বাধীনতা ও গণতন্ত্রের নেতৃত্বদানকারী সংগঠন আওয়ামী লীগকে নিষিদ্ধ করে এবং এর নেতা-কর্মীদের গ্রেপ্তার করে মুহাম্মদ ইউনুস সরকার দেশে অপশাসনের প্রমাণ দিয়ে চলেছে।

আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের নামে দায়ের করা হয়েছে অসংখ্য মিথ্যা মামলা,দমন-পীড়ন চলছে প্রতিটি জায়গায়,বিরামহীন গণগ্রেফতারে কারাগারে বন্দী শত শত নেতা-কর্মী।

আওয়ামী লীগের সাবেক-বর্তমান প্রায় ১০০- র বেশি এমপি বর্তমানে কারাগারে আছেন। তাছাড়াও এই কয় মাসে গ্রেপ্তার করা হয়েছে ৪ লাখ নেতাকর্মীকে।

যাদের গ্রেপ্তার করা হয়েছে তাদের বিরুদ্ধে নির্দিষ্ট কোন অভিযোগ নেই। সবটাই হচ্ছে ষড়যন্ত্রমূলক।

এবার কক্সবাজারের উখিয়া থানা পুলিশ অভিযান চালিয়ে আওয়ামী লীগ ও ছাত্রলীগের চার নেতাকে গ্রেপ্তার করেছে।

বুধবার, ১৮ জুন রাতে তাদের গ্রেপ্তার করা হয়।

যাঁদের গ্রেপ্তার করা হয়েছে, তাঁরা হলেন— উখিয়া উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এম এ মন্জুর, আওয়ামী লীগ নেতা সিরাজ মেম্বার, আবুল মন্জুর এবং উখিয়া ছাত্রলীগের সাবেক সভাপতি মকবুল হোসাইন মিথুন।

তবে কী অভিযোগে, মামলায় গ্রেপ্তার করা হলো এইসব কোনো কিছু জানানো হয়নি।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *