ময়মনসিংহ: বিশ্বে চলছে যুদ্ধ যুদ্ধ খেলা। ধর্মে ধর্মে যুদ্ধ, হানাহানি। সন্ত্রাসীর কবলে প্রাণ চলে যাচ্ছে নিরীহ মানুষগুলোর। কাশ্মীরের পহেলগাঁওয়ে শুধু হিন্দু হওয়ার জন্য বেছে বেছে মেরে ফেলেছে ইসলামিক জঙ্গীরা। মৃত্যু হয়েছে ২৬ জনের।

প্রসঙ্গত, পহেলগাঁওয়ের বৈসারন ভ্যালির রিসর্টে অতর্কিত হামলার নেপথ্যে রয়েছে জঙ্গি সংগঠন ‘দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট’ বা TRF (The Resistance Front)। হামলার দায় স্বীকার করে পাক ভিত্তিক জঙ্গি সংগঠন লস্কর-ই-তৈবার সহযোগি সংগঠন TRF।

ঘটনায় গর্জে উঠেছে লেখক তসলিমা নাসরিনের কলম। এর আগেও তিনি বহুবার, কলম ধরেছেন উগ্র ধর্মান্ধতা নিয়ে। বাংলাদেশে সংখ্যালঘু হত্যার বিরুদ্ধে তিনি বারবার সোচ্চার হয়েছেন।

ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে তসলিমা নাসরিন (Taslima nasrin) লিখেছেন: “ইসলাম যতদিন বেঁচে থাকবে, ততদিন সন্ত্রাস বেঁচে থাকবে। ইসলাম যতদিন বেঁচে থাকবে, ততদিন অমুসলিমদের কোনও নিরাপত্তা থাকবে না, মুক্তচিন্তক এবং যুক্তিবাদীদের কোনও নিরাপত্তা থাকবে না, নারীর কোনও নিরাপত্তা থাকবে না।

ইসলাম যতদিন বেঁচে থাকবে, ফুল শুকিয়ে যেতে থাকবে, শিশুরা মরে যেতে থাকবে, বৃষ্টির মতো ঝরে পড়তে থাকবে লক্ষ লক্ষ মৃত পায়রা, ইসলামের গর্ভ থেকে জন্ম নিতে থাকবে ঘৃণা, জন্ম নিতে থাকবে কুৎসিত দানব।

ইসলাম যতদিন বেঁচে থাকবে, ততদিন সভ্য হবে না কোনও রাজ্য, কোনও রাষ্ট্র, সভ্য হবে না পৃথিবী”।

একদম পরিষ্কার ভাষায় তাঁর প্রতিবাদ শোনা গিয়েছে।

Taslima লিখেছেন: “যে ধর্ম মানবিক নয়, সে ধর্মকে হয় মানবিক করো, নয়তো সে ধর্মকে ত্যাগ করো।

মিথ্যের ওপর দাঁড়িয়ে আছে ধর্মগুলো। এক ফুঁয়ে উড়ে যেতে পারে সব। কিন্তু অজ্ঞতা আর অশিক্ষার মাটি এমন কামড়ে ধরে আছে ধর্মের শেকড় যে ধর্মগুলোকে উপড়ে ফেলা সহজ হচ্ছে না।

যুগে যুগে মানবিক হয় মানুষ। যত সে বর্বরতা থেকে মুক্ত হয়, সে তার ধর্মকেও বর্বরতা থেকে মুক্ত করে।একটি ধর্মেরই বিবর্তন থমকে আছে।

যে ধর্ম মানবিক নয়, সে ধর্মকে হয় মানবিক করো, নয়তো সে ধর্মকে ত্যাগ করো”।

Taslima লিখেছেন হোলি আর্টিজানের ঘটনার কথাও। “হোলি আর্টিজান ক্যাফেয় মুসলিম সন্ত্রাসীরা ২৪ জন মানুষকে জবাই করেছিল। বেছে বেছে অমুসলিমদের জবাই করেছিল। তারপরও ৭ জন মুসলমানকে মেরেছে, কালেমা বলতে না পারার অপরাধে।

আমরা পাথর হয়ে গিয়েছিলাম শোকে, আমরা স্তম্ভিত হয়ে গিয়েছিলাম সন্ত্রাসীদের বর্বরতা দেখে।

Taslima  লেখেন, পহেলগাঁওয়ে দেখে দেখে ২৬ জন মানুষকে গুলি করে মারলো মুসলিম সন্ত্রাসীরা। বেছে বেছে অমুসলিমদের মেরেছে”।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *