চাঁদপুর: খারাপ আবহাওয়ার জন্যে এলএনজি সরবরাহ বন্ধ হয়ে পড়েছে, এই অবস্থায় বিপাকে পড়েছেন ২০ হাজার আবাসিক গ্রাহক!

আবাসিক গ্রাহকদের নাজেহাল অবস্থা এখন। বিশেষত, ঘরে গৃহিণীরা খুব অসুবিধায় পড়েছেন রান্নাবান্নার ক্ষেত্রে।

সময়মতো রান্নাও করতে পারছেন না, খাওয়া দাওয়ায় সমস্যা।চাপে পড়েছে হোটেলগুলো। দামও অনেক জায়গায় বাড়িয়ে দেয়া হয়েছে বলে অভিযোগ।

দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে চট্টগ্রামের মহেশখালীর গভীর সমুদ্রে অবস্থিত ভাসমান টার্মিনালে আমদানি করা তরলিকৃত প্রাকৃতিক গ্যাস ‘এলএনজি’ জাহাজ থেকে সরবরাহ বন্ধ রয়েছে।

বৃহস্পতিবার, ১৯ জুন সকালে এই তথ্য নিশ্চিত করেন বাখারাবাগ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড চাঁদপুর আঞ্চলিক কার্যালয়ের ব্যবস্থাপক (বিক্রয়) প্রকৌশলী মীর ফজলে রাব্বী।

তিনি লিখেছেন, গ্যাস সংকট। এলএনজি সরবরাহ কমে যাওয়ায়,চাঁদপুরসহ চট্টগ্রাম, ঢাকা, কুমিল্লা বিভিন্ন জায়গায় গ্যাস সরবরাহে বিঘ্ন।

দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে মহেশখালীর গভীর সমুদ্রে অবস্থিত ভাসমান টার্মিনালে আমদানি করা তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) জাহাজ থেকে সরবরাহ করা যাচ্ছে না।

এতে জাতীয় গ্রিডে এলএনজি সরবরাহ ব্যাপকভাবে কমে গেছে।

চাঁদ পুর এলাকার গ্যাসের একমাত্র সোর্স সাগরের এলএনজি।

তরলীকৃত প্রাকৃতিক গ্যাস এলএনজি মহেশখালী টার্মিনাল হয়ে কুমিল্লার লাকসামের বিজরা নামক স্থান থেকে চাঁদপুরে আসে।

সাগর উত্তাল কিংবা প্রাকৃতিক বৈরীভাব দেখা দিলে টার্মিনাল ও জাহাজের নিরাপত্তার স্বার্থে জাহাজ থেকে এলএনজি টার্মিনালে গ্যাস সরবরাহ বন্ধ/ কমিয়ে করে দেওয়া।

ফলে চাঁদপুর জেলার ১ টি বিদ্যুৎ কেন্দ্র, ৫ টি সিএনজি সহ ২০ হাজার গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ।

তিনি আশ্বাস দেন, আবহাওয়ার বৈরীভাব চলে গেলে ন্যুনতন সময়ে গ্যাস সরবরাহ সরবরাহ স্বাভাবিক হয়ে যাবে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *