ঢাকা: শেখ হাসিনার বোনঝি তথা শেখ রেহানার মেয়ে টিউলিপ রিজওয়ানা সিদ্দিকসহ আরো অন্যান্যদের বিরুদ্ধে গুলশানে দুটি ফ্ল্যাট জালিয়াতির অভিযোগে দায়ের হওয়া মামলার তদন্ত করছে দুর্নীতি দমন কমিশন।
এই বিষয়ে তদন্তের জন্যে বক্তব্য শুনতে রাজউকের সাবেক চেয়ারম্যানসহ নয়জনকে দুদকে তলব করা হয়েছে।
দুদকের উপসহকারী পরিচালক ও তদন্তকারী কর্মকর্তা মো. আব্দুল্লাহ আল মামুন ১৬ জুন রাজউক চেয়ারম্যানের কাছে এ বিষয়ে একটি চিঠি পাঠিয়েছেন।
তলব করা সেই কর্মকর্তারা হচ্ছেন—
রাজউকের সাবেক উপপরিচালক মো. মাহমুদুল হক, সাবেক তত্ত্বাবধায়ক আবু বকর সিদ্দিক, সাবেক উপপরিচালক কায়কোবাদ হোসেন, সাবেক সহকারী পরিচালক আবু বকর শেখ ও সাবেক পরিচালক নুরুল ইসলাম।
এই কয়জনকে ২২ জুন দুদকে হাজির হওয়ার কথা বলা হয়েছে।
এছাড়াও আরো যারা আছেন-
সাবেক সদস্য কামরুল ইসলাম, সাবেক তত্ত্বাবধায়ক মাহবুবুর রহমান, সাবেক সদস্য ভুইয়া রফিউদ্দিন, সাবেক চেয়ারম্যান হুমায়ূন খাদেমকে ২৩ জুন তারিখে হাজির হবার কথা বলা হয়েছে।
এদিকে টিউলিপ সিদ্দিকি বহু আগেই মুহাম্মদ ইউনূসকে চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছিলেন! ইউনূস সেটা গিলে ফেলেছেন।
দুদকের একতরফা ও বেআইনী পদক্ষেপের বিরুদ্ধে মুখোমুখি আলোচনা করার জন্য ডঃ ইউনুস লন্ডন সফরের সময় টিউলিপের সাথে দেখা করতে চিঠি দিয়েছিলেন ৪ বারের ব্রিটিশ এমপি ও সেচ্ছায় পদত্যাগ করা মন্ত্রী টিউলিপ সিদ্দিক।
তবে তিনি সাক্ষাতের সৎ সাহস দেখাতে পারেননি । তিনি একে আইনের বিষয় বলে ছেড়ে দিয়েছেন।