ময়মনসিংহ: আওয়ামী লীগ, ছাত্রলীগের নেতাকর্মীদের গ্রেপ্তার করে নিশ্চিহ্ন করার পাঁয়তারা শুরু করেছে মুহাম্মদ ইউনূস সরকার।
জামিন হয়ে গেলেও ব্যক্তিকে মুক্ত না করে ফের ভুয়া মামলায় ঢুকিয়ে দেয়া হচ্ছে।
এবার জামিনে কারামুক্ত হয়েই কারা ফটকে আটক হয়েছেন ময়মনসিংহ মহানগর ছাত্রলীগের সভাপতি নওশেল আহমেদ অনি (৩৫)।
পুলিশ বলছে, ‘রাষ্ট্রবিরোধী ও আইনশৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ড’ ঠেকাতে তাকে আটক করা হয়েছে।
আইনশৃঙ্খলা পরিপন্থী কী কাজ করেছেন সেটা আর বলার হয়নি।
বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগারের সামনে থেকে এই ছাত্রলীগ নেতাকে ধরা হয়।
কোতোয়ালি মডেল থানার ওসি মুহাম্মদ ফিরোজ হোসেন বলছেন, “রাষ্ট্রবিরোধী ও আইনশৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ড ঠেকাতে তাকে আটক করা হয়েছে।”
কোনোপ্রকার মামলা, অভিযোগ, ওয়ারেন্ট ছাড়াও গ্রেপ্তারি চলছে দেশে।
এদিকে, কক্সবাজার জেলায় গণহারে আওয়ামী লীগ নেতাকর্মী গ্রেপ্তার শুরু করেছে অবৈধ ইউনূসের প্রশাসন। এ পর্যন্ত প্রায় ৪১ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
জনগণ ক্ষেপে উঠেছে। তাঁরা এই প্রহসনমূলক শাসনব্যবস্থা ও হয়রানির তীব্র নিন্দা জানায়।