ঢাকা: বাংলাদেশের প্রতি সৌজন্য দেখালো ভারত। পথ হারিয়ে ভারতে ঢুকে পরা এক বিজিবি জওয়ানকে ফিরিয়ে দিলো ভারত।
ভারত-বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্ত এলাকায় বর্ষার সময় গজিয়ে ওঠা লম্বা ঘাসে পথ হারিয়ে ফেলেছিলেন বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবি’র এক জওয়ান।
পথ ভুল করে আন্তর্জাতিক সীমান্ত পার হয়ে ভারতে প্রবেশ করলেও সৌজন্য দেখিয়ে বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনীর হাতে তাঁকে তুলে দিলেন ভারতের সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফের আধিকারিকেরা।
এই ঘটনাটি ঘটেছে শনিবার মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ থানার অন্তর্গত বয়রাঘাট এলাকায়।
ভারত এই জায়গায় আইনানুগ ব্যবস্থাও নিতে পারতো। কিন্তু নেয়নি। সৌজন্য দেখিয়েই ওই বিজিবি জওয়ানের বিরুদ্ধে কোনও আইননানুগ ব্যবস্থা নেওয়া হয়নি ভারতীয় প্রশাসনের তরফে।
তবে ভারত বিরোধী একদল বাংলাদেশী বলবে, এ আর এমন কী?
বিএসএফের দক্ষিণবঙ্গ ফ্রন্টিয়ারের জনসংযোগ আধিকারিক এন কে পান্ডে জানিয়েছেন, ‘শনিবার সকালে এক বিজিবি জওয়ান আন্তর্জাতিক সীমান্ত পার করে ভারতে প্রবেশ করেন।
এরপর দু’দেশের সীমান্তরক্ষী বাহিনীর আধিকারিকদের মধ্যে ফ্ল্যাগ মিটিংয়ের পর ওই জওয়ানকে বাংলাদেশি কর্তৃপক্ষের হাতে তুলে দেওয়া হয়েছে।’
শনিবার সন্ধ্যা নাগাদ বিজিবি জওয়ান বাংলাদেশে ফিরে গিয়েছেন।