ঢাকা: ঢাকা মেডিকেল কলেজ অনির্দিষ্টকালের জন্য বন্ধ। মুহাম্মদ ইউনূসের আমলে সব একে একে বন্ধ হচ্ছে। আজ দুপুর ১২টার মধ্যে শিক্ষার্থীদের হল ছাড়তে বলা হলেও এখনো হলে আছেন শিক্ষার্থীরা।

দাবী পূরণ না হলে তাঁরা হল ছাড়বেন না।

কলেজ প্রশাসন থেকে দাবি মেনে নেওয়ার কোনোরকম আশ্বাস না মেলায়, আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা করেছেন ঢাকা মেডিকেল কলেজের শিক্ষার্থীরা।

এদিন, রবিবার শিক্ষার্থীদের সঙ্গে বৈঠকে বসেন মেডিকেল কলেজের অধ্যক্ষ চিকিৎসক কামরুল আলম।

এই সময় একাডেমি কাউন্সিলের সদস্যরা উপস্থিত ছিলেন। বৈঠক শেষে শিক্ষার্থীরা জানিয়েছেন, ওই আলোচনা থেকে তাদের দাবি মেনে নেওয়ার কোনো ‘আশ্বাস পাওয়া যায়নি’।

ফলে তারা যেভাবে আন্দোলন চালিয়ে যাচ্ছিলেন সেভাবেই যাবেন।

মেডিকেল কলেজের শিক্ষার্থীদের পক্ষে তৌহিদুল আবেদীন তানভীর বলেছেন, অধ্যক্ষের সাথে আলোচনা হয়েছে। আবাসন সংকট সমাধানে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিচ্ছি, সোমবার ১২টার মধ্যে স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগমসহ ও মন্ত্রণালয়ের টিম এসে ঝুঁকিপূর্ণ হলের অবস্থা পরিদর্শন করবেন।

তা না হলে আমাদের আন্দোলন আরও কঠোর থেকে কঠোরতর হবে।

ঢাকা মেডিকেল কলেজের অধ্যক্ষ চিকিৎসক মো. কামরুল আলম সাংবাদিকদের বলেছেন, শিক্ষার্থীদের দাবির সঙ্গে তারা একমত। তবে এর জন্য সময় দিতে হবে।

তিনি বলেন, আমরা আশা করছি, তারা একাডেমিক কার্যক্রমে ফিরে আসবে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *