চট্টগ্রাম: আবুধাবি থেকে ইউএস-বাংলা এয়ারলাইন্সের বিএস-৩৫০ ফ্লাইটে রবিবার চট্টগ্রামে এসে পৌঁছান এক যাত্রী।

তাঁর কাছ জব্দ করা হয়েছে অবৈধভাবে আনা ইলেকট্রিক সিগারেট ও এর আনুষঙ্গিক বিপুল পরিমাণ পণ্য।

ব্যক্তির নাম মাওলানা মোহাম্মদ আইয়ুব। তবে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবৈধভাবে আনা পণ্যসহ এই যাত্রীকে কোনো শায়েস্তার আওতায় আনা হলো না।

মাওলানা মোহাম্মদ আইয়ুব চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার বাসিন্দা।

বলা হচ্ছে, প্রথমবার তিনি এমন ঘটনায় জড়িত থাকায় জব্দকৃত মালামাল ডিএম (ডিউটি ম্যানেজমেন্ট) করে তাকে ছেড়ে দেওয়া হয়েছে।

তবে অপরাধের প্রথম দ্বিতীয় হয়? মুহাম্মদ ইউনূস সরকারের আমলে সব সম্ভব। তিনিই আইন বানাবেন তিনিই ভাঙবেন!

যেগুলো জিনিস জব্দ করা হয়েছে তাঁর মধ্যে ছিলো:

ইলেকট্রিক সিগারেট ২০টি, সিগারেটের রিফিল লিকুইড ৪৯০টি, কার্টিজ ২৮০টি এবং সিগারেটের কয়েল ৩০টি। যার বাজারমূল্য প্রায় ১০ লাখ ৭৩ হাজার টাকা।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *