কুষ্টিয়া: মুহাম্মদ ইউনূসের আমলে বাংলাদেশে সব অবৈধ কারবার রমরমিয়ে উঠেছে। ধ্বংসলীলা চলছে সারা বাংলাদেশ জুড়ে।

কুষ্টিয়ায় ২ কোটি ৭ লাখ ৬৬ হাজার টাকা মূল্যের অবৈধ কারেন্ট এবং চায়না জাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

পরে এই জালগুলো পুড়িয়ে ধ্বংস করে ফেলা হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাহবুব মুর্শেদ রহমান বলেছেন,

‘শনিবার বিকাল থেকে রাত ৯টা পর্যন্ত কুষ্টিয়া শহরের পৌর বাজারে একটি যৌথ টাস্কফোর্স অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে ১৩ হাজার ৮৪৪ কেজি অবৈধ কারেন্ট ও চায়না জাল জব্দ করা হয়।

যার আনুমানিক বাজার মূল্য দুই কোটি সাত লাখ ৬৬ হাজার টাকা।

কুষ্টিয়া জেলা মৎস্য কর্মকর্তা আব্দুল বারী বলছেন, “সরকারি নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও কিছু অসাধু মানুষ এসব অবৈধ কারেন্ট জাল ও নেট জাল ব্যবহার করে খাল-বিল, নদী-নালার সব প্রজাতির প্রাকৃতিক মাছের রেনুপোনা পর্যন্ত নির্বিচারে ধ্বংস করে দিচ্ছে।

তাই দেশের প্রাকৃতিক মৎস্য সম্পদ রক্ষায় এ অভিযান চালিয়ে অবৈধ জাল ধ্বংস করা হয়েছে। ”

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *