ঢাকা: জাতীয় ফুল শাপলা দলীয় প্রতীক হিসেবে চায় এনসিপি! এই নিয়ে হুলুস্থুল দেশে।

জনগণ বুঝে ফেলেছে তাদের ষড়যন্ত্র। নেট নাগরিকরা বলছেন, শাপলা কোনো দলের না এটা ১৮ কোটি মানুষের প্রতীক।

জাতীয় প্রতীক নিয়ে ছিনিমিনি খেলা দেশদ্রোহিতার সমান,শাপলার মানে একতা, আত্মত্যাগ আর আত্মমর্যাদা।

এনসিপির সেই আত্মমর্যাদা কোথায়?

ক্ষমতালোভী হয়ে লুটপাট করতে চায় তারা।

রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন পেতে রোববার (২২ জুন) নির্বাচন কমিশনে (ইসি) আবেদন করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

আবেদন শেষে শাপলা, মোবাইল ও কলমের মধ্যে একটিকে প্রতীক হিসেবে চেয়েছে দলটি।

তবে শাপলা উপর নজর বেশী।

নির্বাচন কমিশনে দলের নিবন্ধন আবেদন জমা দিয়ে দলের প্রতীক হিসেবে “শাপলা” চেয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

রবিবার (২২ জুন) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিবন্ধন আবেদনের শেষ দিনে দলের আবেদন জমা দেন সদস্য সচিব আখতার হোসেন।

আবেদনপত্র জমা দিয়ে বিকেলে নির্বাচন ভবনের সামনে ব্রিফিংয়ে সদস্য সচিব আখতার হোসেন বলেন, “আমরা ইসি কর্মকর্তাদের কাছে আবেদনপত্র জমা দিয়েছি।

নিবন্ধন শর্তপূরণ করে এমন সব কাগজপত্র জমা দেওয়া হয়েছে। আমরা এনসিপির দলীয় প্রতীক হিসেবে ‘শাপলা’ প্রতীক চেয়েছি।”

শাপলা ছাড়াও কলম ও মোবাইল প্রতীক হিসেবে চেয়েছে এনসিপি।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *