ঢাকা: ধিক্কার মুহাম্মদ ইউনূসকে! যে দেশে সম্মানিত এক একজনকে জুতার মালা পরিয়ে মানসিক, শারীরিক নির্যাতন করা হচ্ছে।!

মব শিকার হলেন সন্মানিত ব্যাক্তি
সাবেক প্রধান নির্বাচন কমিশনার নূরুল হুদা!

তাঁকে দায়িত্বে থাকাকালীন সময় ফুলের মালা দিয়ে বরণ করা হতো। সম্মানীয় ব্যক্তিত্ব তিনি।

আজকে তাঁকে অসম্মান করা হলো।

এ কে এম নুরুল হুদা সাহেব শুধু সিইসি কিংবা সচিব ছিলেন না, তিনি একজন বীর মুক্তিযোদ্ধাও।

রোববার (২২ জুন) সন্ধ্যার দিকে রাজধানীর উত্তরায় স্থানীয় জনগণ তাঁকে আটক করে।

শুধু তাই নয়, নুরুল হুদাকে আটক করে তৌহিদী জনতা গলায় জুতার মালা পরায়।জাতির অবক্ষয় কী মাত্রায় তার আর বলতে হবে না।

মুহাম্মদ ইউনূসের আস্কারায় বাংলাদেশ আজকে এই বিভৎস জায়গায় দাঁড়িয়ে ।

ভুয়া মামলায় গ্রেপ্তার করা হয়েছে তাঁকে।
তাৎক্ষণিকভাবে কোন মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়েছে, এই বিষয়ে কোনো তথ্য জানায়নি কেউ।

মব আক্রান্ত সাবেক সিইসি নুরুল হুদা।
নতুন ধারায় ভবিষ্যতে দায়িত্বপ্রাপ্তরা সন্মান নিয়ে সমাজে বসবাস করা কঠিন হবে।

একজন সাবেক প্রধান নির্বাচন কমিশনারও বাঁচতে পারছেনা মব জাস্টিস থেকে!পুলিশ ও সেনাবাহিনী নির্বিকার! ইউনূস তো চেয়ারে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *