ঢাকা: ইরানের পরিস্থিতি ভয়াবহ। আতঙ্কে সেখানে বাংলাদেশিরা।

ডেডলাইন দিয়েছিলেন। ডেডলাইনের আগেই হামলা চালিয়ে দিলেন ট্রাম্প ।

ইরানে তিন পরমাণু কেন্দ্রে আমেরিকা হামলা চালানো হয়েছে।

ইরানের পরমাণু প্রকল্পের জন্য ইসফাহান, ফোরডো এবং নাতান্‌জ়— এই তিন পরমাণুকেন্দ্র জরুরি।

সেগুলিকেই নিশানা করেছে আমেরিকা। ট্রাম্প জানিয়েছেন, ইরানের নাতান্‌জ়, ফোরডো এবং ইসফাহান পরমাণু কেন্দ্রে হামলা চালানো হয়েছে।

এই হামলা চালাতে ‘বাঙ্কার বাস্টার’ এবং ‘বি ২ বম্বার’ ব্যবহার করা হয়েছে।

ট্রাম্পের কড়া বার্তা ইরানকে। বললেন, যদি দ্রুত শান্তি না আসে, তাহলে ফের একাধিক জায়গায় হামলা চালাবে আমেরিকা।

বাংলাদেশিদের ইরানে থাকাই ঝুঁকিপূর্ণ।

ইরান থেকে প্রথম দফায় কয়েকজন বাংলাদেশি আগামী সপ্তাহে দেশে ফিরে আসতে পারেন।

২২ জুন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র শাহ আসিফ রহমান জানিয়েছেন, ইরান-ইসরায়েলের সংঘর্ষের কারণে পরিস্থিতি উত্তপ্ত হওয়ায় বাংলাদেশিদের দেশে ফিরিয়ে আনার চেষ্টা চলছে।

এদিকে, সোমবার (১৬ জুন) ইরানে বসবাসকারী বাংলাদেশিদের জন্য হটলাইন চালু করেছে তেহরানের বাংলাদেশ দূতাবাস ও পররাষ্ট্র মন্ত্রণালয়।

জরুরি প্রয়োজন হলে তেহরানস্থ বাংলাদেশ দূতাবাস এবং পররাষ্ট্র মন্ত্রণালয়, ঢাকায় স্থাপন করা হটলাইনে যোগাযোগ করার কথা বলা হয়েছে।

বাংলাদেশ দূতাবাস, তেহরান- হটলাইন:১. +৯৮৯৯০৮৫৭৭৩৬৮২। +৯৮৯১২২০৬৫৭৪৫
পররাষ্ট্র মন্ত্রণালয়, ঢাকা- হটলাইন:+৮৮০১৭১২০১২৮৪৭

বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষায় নবীন কর্মকর্তাদের প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছেন সে দেশের সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।

তিনি বলেন, সততা, শৃঙ্খলা ও আত্মত্যাগের চেতনায় বলীয়ান হয়ে দেশের সার্বভৌমত্ব রক্ষায় নবীন কর্মকর্তাদের সবসময় প্রস্তুত থাকতে হবে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *