ঢাকা: প্রধানমন্ত্রীর ১০ বছর মেয়াদের প্রস্তাব মানতে নারাজ বিএনপি। তাঁরা এই মতের সাথে একমত না।
প্রধানমন্ত্রী পদে এক ব্যক্তির দুই মেয়াদ বা জীবদ্দশায় ১০ বছর নির্ধারণের বিষয়ে বেশিরভাগ রাজনৈতিক দল একমত হয়েছে।
তবে বিএনপিসহ তিনটি দল এই বিষয়ে ভিন্নমত পোষণ করেছে।
বিএনপির দাবি, একজন স্বৈরাচার হওয়ার কারণে সংস্কার করে প্রধানমন্ত্রীর হাত-পা বেঁধে দেয়া ঠিক হবে না।
তাহলে বিএনপি হাত পা বাঁধা ছাড়া কত বছরের প্রধানমন্ত্রীত্ব চায়?
মোদ্দা কথা হলো, এক ব্যক্তি দুই মেয়াদ কিংবা ১০ বছরের বেশি প্রধানমন্ত্রী হতে পারবেন না। এটি বিএনপি মানে না কারণ শেখ হাসিনা ১৭ বছর ক্ষমতার পর তারেক রহমান ১০ বছর এটাকি মানা যায়?
প্রধানমন্ত্রী পদে একজন ব্যক্তির মেয়াদকাল সর্বোচ্চ ১০ বছর করার জাতীয় ঐকমত্য কমিশনের প্রস্তাবের বিপক্ষে বিএনপিসহ তিনটি দল মত দিয়েছে।
এবং প্রস্তাবের পক্ষে মত দিয়েছে জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি-এনসিপিসহ বাকি ২৭ দল।
আলী রীয়াজ সাংবাদিকদের বলেন, “দীর্ঘ আলোচনা শেষে আমরা সুস্পষ্ট এক জায়গায় এসেছি।
একজন ব্যক্তি ১০ বছরের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবেন না। এরকম একটি জায়গায় আসার পরে আমরা এখনো ঐক্যমতে পৌঁছাতে পারিনি।
“আলোচনার পরে তিনটি দল ভিন্নমত পোষণ করে, তারা বিষয়টি পুনর্বিবেচনা কথা বলেছে। তারা তাদের দলের নীতি নির্ধারণী পর্যায়ে কথা বলে আবার আলোচনার করবেন বলেছেন।
তারা মনে করেন, এই বিষয়ের সাথে অন্যান্য বিষয় যুক্ত-বিশেষ করে জাতীয় সাংবিধানিক কাউন্সিল-এনসিসি গঠন ও সংসদের উচ্চকক্ষ কীভাবে গঠন হবে।
ওইসব সংশ্লিষ্ট বিষয়ে আলোচনার সময় তারা বিষয়টি উপস্থাপন করবেন।”
তিনি বলেন, “এখন পর্যন্ত আলোচনা করে যে জায়গায় দাঁড়িয়েছে প্রধানমন্ত্রীর মেয়াদকাল তিনটি দল বাদে সবাই এক জায়গায় পৌঁছেছে। আমরা আশা করি এ বিষয়ে সবাই একমত হতে পারবে। আমরা আশা করি সকলে এই বিষয়ে একমত পোষণ করতে পারব।”
বিএনপি তো বটেই আর দুটি দল হল- বিএনপি, জাতীয় গণতান্ত্রিক আন্দোলন (এনডিএম) ও বাংলাদেশ লিবারেল ডেমোক্রেটিক পার্টি (বিএলডিপি)।