চট্টগ্রাম: বাংলাদেশে সাংবাদিকদের উপর দমন পীড়ন চলছেই।
সংবাদপত্রের স্বাধীনতা নিশ্চিত করতে পারেনি মুহাম্মদ ইউনূসের সরকার।
সাংবাদিকদের উপর শারীরিক ও মানসিক নির্যাতন এবং মামলা হামলা চলছে একের পর এক।
এবার চট্টগ্রামে ঘটলো ঘটনা। আনোয়ারা উপজেলায় এজমালি রাস্তা সংস্কারের পর সাংবাদিক পরিবারের উপর হামলার অভিযোগ উঠেছে।
এই হামলায় দৈনিক ভোরের আকাশ পত্রিকার সাংবাদিক শিপংকর শীলের মা সরস্বতী শীল আহত হয়েছেন।
গতকাল উপজেলার রায়পুর ইউনিয়নের চুন্নাপাড়া গ্রামের হাজীর পাড়া শীলবাড়িতে এই হামলার ঘটনাটি ঘটে।
এতে সরস্বতী শীল আনোয়ারা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযুক্তরা হলেন— পংকজ শীল (৩৪), নকুল চন্দ্র শীল (৫০), প্রকাশ শীল (৩৮), সুভাষ শীল (৫৩), খোকন শীল (৫৫)।
আহত সরস্বতী শীল বলেছেন, ‘বাড়ির সবার চলাচলের সুবিধার জন্য আমাদের এজমালি সম্পত্তির উপর নির্মিত রাস্তাটি সংস্কার করা হয়।
কিন্তু অভিযুক্তরা ভাড়াটে সন্ত্রাসী এনে সব নির্মাণসামগ্রী পুকুরে ফেলে দেয়। আমি বাধা দিতে গেলে আমাকে বেধড়ক মারধর করা হয় এবং আমার অন্তঃসত্ত্বা পুত্রবধূর শ্লীলতাহানির চেষ্টা চালায়।’
ঘটনার পর থেকে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। ভুক্তভোগী পরিবারটি ঘটনার সুষ্ঠু তদন্ত এবং ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে।
সরস্বতী শীল অভিযোগ করে বলেন, পুলিশের উপস্থিতিতে সন্ত্রাসীরা আমাদের ওপর হামলা চালালেও পুলিশ চুপচাপ দাঁড়িয়ে ছিল, কোনো পদক্ষেপ নেয়নি।