ঢাকা: এবার ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মুহাম্মদ মনিরুল মাওলাকে গ্রেপ্তার করেছে পুলিশ ।
রাজধানীর ভাটারা এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
রবিবার, ২৪ জুন রাত ১২টার পর ভাটারার নিজ বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। জানান ডিবির যুগ্ম কমিশনার মোহাম্মদ নাসিরুল ইসলাম।
মামলা, গ্রেপ্তারি চলছে একটার পর একটা। মুহাম্মদ ইউনূস দেশকে অশান্ত করে তুলেছেন।
বলা হচ্ছে , মনিরুল মাওলাকে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা একটি মামলায় গ্রেপ্তার করা হয়েছে।