যশোর: বাংলাদেশে শেখ হাসিনাকে গদিচ্যূত করার পর থেকেই শুরু হয়েছে নাটক। ইউনূস সরকারের আমলে চলছে ভুয়া মামলার পালা, চলছে ভুয়া গ্রেপ্তার প্রক্রিয়া।
দেশে এখন নির্যাতিত ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগের নেতাকর্মীরা। এবার ভুয়া কেস সাজিয়ে যশোরের বেনাপোল ও শার্শার আ.লীগ-যুবলীগের ৭ নেতাকে গ্রেপ্তার করেছে কিরগাছা থানা পুলিশ।
এদিন, সোমবার, ৫ মে সকালে এই গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবলুর রহমান খান।
মুক্তিযুদ্ধের পক্ষের একটি শক্তি আওয়ামী লীগের বিকল্প এখনো বাংলাদেশে তৈরি হয়নি। আর এখন ‘ লীগ যেখানে পাবি সেখানেই ধরবি’ এমন রীতিতে চলছে ইউনূসের বাংলাদেশ।
গ্রেপ্তারকৃতরা হলেন- বেনাপোল পোর্ট থানার বাহাদুরপুর ইউনিয়নের ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগের ইউনিয়ন সাধারন সম্পাদক মফিজুর রহমান (৬০), এবং একই থানার লটাদিঘা গ্রামের আব্দুল মানিকের ছেলে উপজেলা যুবলীগের সহ-সভাপতি মুকুল হোসেন (৪৪), শার্শা উপজেলার চটকাপোতা গ্রামের মৃত মোহাম্মদ আলীর ছেলে এবং উপজেলা যুবলীগের কার্যনির্বাহী পরিষদের সদস্য সাহেব আলী (৫৪), একই উপজেলার পান্তাপাড়া গ্রামের নাজিম উদ্দিনের ছেলে শার্শা ইউপির ৫নং ওয়ার্ড এর সাবেক ইউপি সদস্য ও উপজেলা যুবলীগের সদস্য মহিউদ্দিন আলম তোতা মেম্বার (৪০), শিয়াল ঘোনা গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে শার্শা ইউপির ৯নং ওয়ার্ড এর সাবেক ইউপি সদস্য ওয়ার্ড আওয়ামী লীগের সহ- সভাপতি আব্দুল খালেক মেম্বার (৫৪), শার্শার মেঠোপাড়া গ্রামের মৃত মোজাম্মেল হকের ছেলে, ৪ নম্বর ওয়ার্ড যুবলীগের সহ-সভাপতি হায়দার আলী (৩৭), শার্শার কাজীপাড়া গ্রামের মৃত মতিয়ার রহমানের ছেলে, ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য কাজী আক্তারুজ্জামান মাখন (৫০)।