ঢাকা: ট্যাগ লাগিয়ে দেয়া হচ্ছে বিগত ১১ মাস ধরে বাংলাদেশে। মুহাম্মদ ইউনূসের নিজের স্বার্থ আদায়ের জন্য এই ট্যাগ।
বয়ান প্রতিষ্ঠা করতে এই সরকারের রাষ্ট্র ও সমাজের সকল পর্যায়ের মানুষকে বিভিন্ন ট্যাগ দেওয়ার চেষ্টা করছে।
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. আবদুর রহমানকে অপসারণ না করা হলে আগামি শনিবার থেকে দেশের কর, কাস্টমস ও ভ্যাট বিভাগের সকল দপ্তরে লাগাতার কমপ্লিট শাটডাউন ঘোষণা করেছে আন্দোলনরত কর্মীদের প্ল্যাটফর্ম এনবিআর সংস্কার ঐক্য পরিষদ।
চেয়ারম্যানকে ‘আওয়ামী লীগ সরকারের এজেন্ডা বাস্তবায়নকারী’ আমলা আখ্যা দিচ্ছে এরা। অর্থাৎ ট্যাগ লাগিয়ে যত কথা।
তাঁর বিরুদ্ধে ‘দেশ ও রাজস্ব ব্যবস্থাকে অস্থিতিশীল করার অপচেষ্টায় লিপ্ত’ থাকার অভিযোগ তুলে পরিষদ নতুন এই কর্মসূচি ডেকেছে।
পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী এনবিআরের ঢাকায় সব দপ্তরের সহস্রাধিক কর্মকর্তা ও কর্মচারীরা রাজস্ব ভবনে অবস্থান কর্মসূচি পালন করেন।
সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত কলমবিরতি কর্মসূচি ছিল। অনেককে দেখা গেছে, কাফনের কাপড় পরে কর্মসূচি পালন করতে।
এদিকে, আন্দোলনের মধ্যে রোববার আয়কর অনুবিভাগের পাঁচ কর্মকর্তাকে `তাৎক্ষণিক বদলি’ করা হয়েছে।
এর মধ্যে দুজন আয়কর গোয়েন্দা ও তদন্ত ইউনিটের, একজন এনবিআর বোর্ড অফিসের এবং বাকি দুজন ঢাকা , কুমিল্লার কর অঞ্চলের।