চট্টগ্রাম: চাকসু নির্বাচনের একদফা দাবিতে ‘১০০১ সমস্যার, এক সমাধান’ শীর্ষক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

চাকসু নির্বাচনের রোডম্যাপ ও নির্বাচন কমিশন গঠনের দাবি জানায় ছাত্রনেতাদের।

সোমবার, ২৩ জুন সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারে এই মানববন্ধন করেন সংগঠনের নেতাকর্মীরা।

শিক্ষার্থী তাহসান হাবিব বলেন, “আমরা বিপ্লব পরবর্তী আমাদের অধিকার আদায় ও বিভিন্ন সমস্যা সমাধানের জন্য বেশি দাঁড়িয়েছি। আজ চাকসু থাকলে বিচ্ছিন্নভাবে আমাদের দাঁড়ানো লাগতো না।”

তিনি বলেন, “প্রশাসনের কাছে আমাদের স্পষ্ট বার্তা, যতদ্রুত সম্ভব চাকসু নির্বাচন দেন।

নয়তো ২৮ হাজার শিক্ষার্থী খুব ভালোভাবেই জানেন, কীভাবে তাদের অধিকার আদায় করতে হয়।”

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *