ঢাকা: এবারের বাজেট বাংলাদেশ চলতে পারে এমন বাজেট নয়।
আদম ব্যবসায় ফিরবেন ইউনূস। প্রস্তাবিত বাজেটে আইএমএফ এর ঋণের শর্ত মানতে গিয়ে ভর্তুকি কমানোয় শিক্ষা খরচ বাড়বে, বন্ধ হবে মেয়েদের স্কুলে যাওয়া।
শিক্ষা এবং চাকুরির সংস্থান না হলে স্বাভাবিকভাবেই ক্ষুদ্র ঋণ নিয়ে বিদেশে যাবে মানুষ।
মুদ্রাস্ফীতির সাথে ভর্তুকি কমিয়ে, এবং আয়কর এবং ভ্যাট বাড়িয়ে শিক্ষার খরচ বাড়বে প্রায় ২০%। ডিজিটাল নিরাপত্তা ১০০% কমে যাবে।
এবার, ঋণ কর্মসূচির চতুর্থ এবং পঞ্চম কিস্তি ছাড়ের অনুমোদন দিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) নির্বাহী বোর্ড।
চলতি সপ্তাহে বাংলাদেশ এক দশমিক তিন বিলিয়ন ডলার পাবে।
অর্থ মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা জানিয়েছেন, সোমবার ওয়াশিংটনে অনুষ্ঠিত একটি বোর্ড সভায় এই সিদ্ধান্ত এসেছে।
মনে করা হচ্ছে, আগামি ২৬ জুনের মধ্যে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভে এই তহবিল জমা হবে।
স্মরণ করিয়ে দিতে হয়, ইউনূস আমলে ত্রিশ লাখের অধিক মানুষ নতুন করে দারিদ্র্য সীমার নিচে নেমেছে।
ইউনূস ব্যবসায়িক চালে চলছেন।
মাদ্রাসায় বরাদ্দ বাড়িয়ে, প্রাইমারি স্কুলে বরাদ্দ কমিয়ে, এবং প্রাইমারি স্কুলে নারী কোটায় শিক্ষক বন্ধ করে এই বাহিনী বাংলাদেশকে পাকিস্তান এবং আফগানিস্তানের পথে নেয়ার বাজেট দিয়েছে।