ঢাকা: আবাসন সমস্যা সমাধানের আগে ক্লাসে ফিরছেন না ঢাকা মেডিকেল কলেজ এর শিক্ষার্থীরা।

গণমাধ্যমে ঢাকা মেডিকেল কলেজ এর কে ৭৯ ব্যাচের শিক্ষার্থী আলফাজ শিহাব জানান হলের আবাসন সমস্যা সমাধানের আগে ক্লাসে ফিরছেন না তাঁরা।

উল্লেখযোগ্য যে, ঢাকা মেডিক্যাল কলেজের পড়ুয়াদের পাঁচ দফা দাবির মধ্যে অন্যতম, নতুন ছাত্রাবাস ও ছাত্রীনিবাস নির্মাণের জন্য দ্রুত বাজেট পাশ করা, ছাত্রাবাস নির্মাণ শেষ না হওয়া পর্যন্ত বিকল্প আবাসনের ব্যবস্থা নিশ্চিত করতে হবে।

দীর্ঘদিন ধরেই কর্তৃপক্ষের কাছে এসব দাবি তুলে ধরেছেন মেডিক্যাল পড়ুয়ারা। তাঁদের অভিযোগ, কর্তৃপক্ষ এনিয়ে কোনও পদক্ষেপই গ্রহণ করেনি এতদিন। তাই বাধ্য হয়েই তাঁরা আন্দোলনের পথে হাঁটছেন।

মঙ্গলবার কলেজের অধ্যক্ষের সঙ্গে বৈঠকের পর এই সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন আন্দোলনকারীরা।

এদিন বর্তমান পরিস্থিতি নিয়ে বেলা সাড়ে ১১টার দিকে অধ্যক্ষ ডা. মো. কামরুল আলমের সঙ্গে বৈঠক করেন শিক্ষার্থীরা। পরে সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে শ্রেণিকক্ষে না ফেরার সিদ্ধান্ত তুলে ধরেন তাঁরা।

শিক্ষার্থীরা গত ২৮ মে থেকে ক্লাস বর্জন করেছেন।

সংবাদ সম্মেলনে কলেজটির কে-৮০ ব্যাচের শিক্ষার্থী মাহবুব মোর্শেদ সিয়াম বলেছেন, ‘গতকাল আমরা সচিবালয়ে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারীর সঙ্গে দেখা করেছি।

তাঁর কাছে আমরা আমাদের যৌক্তিক দাবি তুলে ধরেছি। দাবিগুলোর সঙ্গে তিনিও একমত পোষণ করেন।

তিনি আমাদের জানিয়েছেন, সারা দেশে মেডিকেল কলেজগুলোতে ১৯টি হল তৈরির একটি প্রকল্প তাঁদের হাতে রয়েছে।

এর মধ্যে দুটি হল ঢাকা মেডিকেলে করার পরিকল্পনা রয়েছে। এর বরাদ্দ কার্যক্রমের জন্য আগামী মাসে একনেক সভায় স্বাস্থ্য মন্ত্রণালয় এই প্রস্তাব উত্থাপন করবে এবং আমাদের এই দাবিকে অগ্রাধিকার দেওয়া হবে।’

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *