চট্টগ্রাম: বিদ্যুৎ বিভ্রাট বাংলাদেশের কমন সমস্যা হয়ে গেছে।

এই দেশে উন্নয়নের নামে ক্ষমতার জোরে পকেট ভরে। সরকারি সেবার বদলে জনসাধারণেরা পায় ক্ষমতা ওয়ালাদের থেকে সরকারি হয়রানি।

এবার বলা হচ্ছে, উন্নয়ন, জরুরি মেরামত এবং সংরক্ষণ কাজের জন্য চট্টগ্রাম নগরের বিভিন্ন এলাকায় দুই দিন বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

২৫ ও ২৬ জুন সকাল ৭টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এসব এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে বলে জানিয়েছে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিপিডিবি)।

২৪ জুন এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করে সংস্থাটি।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ২৫ জুন (মঙ্গলবার) বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে পাহাড়তলী ও কাট্টলী ৩৩/১১ কেভি উপকেন্দ্রের আওতাধীন বিভিন্ন ফিডারে।

বিদ্যুৎ থাকবে না— একে খান মোড়, অলংকার, পিসি রোড, সাগরিকা রোড, মৌসুমী আবাসিক এলাকা, বিসিক শিল্প নগরী, কাজীর দিঘী, লোহার পুল, আমতলা, ফইল্যাতলী, বাইন্না পাড়া, খেজুরতলা, মহাশ্মশান, একতা আবাসিক এলাকা এবং আশপাশের এলাকায়।

আর ২৬ জুন বিশ্বকলোনী, নোয়াপাড়া, আলী আজম সড়ক, পশ্চিম ফিরোজশাহ, বিটাক বাজার, জঙ্গল সলিমপুর, কালিরহাট শিল্প এলাকা, উত্তর কাট্টলী, মোস্তফা হাকিম কলেজ রোড, সেনবাড়ি, ধোপাপাড়া, জেলেপাড়া ও আশপাশের এলাকায় বিদ্যুৎ থাকবে না।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *