ঢাকা: বাংলাদেশ এখন এক ভয়াবহ রাজনৈতিক ও অর্থনৈতিক দুর্দশার মধ্য দিয়ে যাচ্ছে।

আওয়ামী লীগকে রাজনীতি থেকে ছেঁটে ফেলার মানে কেবল একটি দলের বিদায় নয়, বরং রাষ্ট্রের অর্থনৈতিক ভিত্তি, সামাজিক ভারসাম্য ও ভবিষ্যৎ সম্ভাবনার ওপর এক নির্মম আঘাত।

ড. ইউনুসের অস্থায়ী সরকার অর্থনৈতিক কাঠামোকে লক্ষ্যবস্তু করেছে। শুদ্ধি অভিযানের’ নামে শুরু হয়েছে হয়রানি, ব্যাংক লোন আটকে দেওয়া, ট্যাক্স হুমকি ও তদন্তের নামে হয়রানি।

ফলে অনেকেই বিনিয়োগ গুটিয়ে নিচ্ছেন, রপ্তানি কমেছে, কমেছে জিডিপি।

চলতি অর্থবছরের ১১ মাস শেষ হলেও সংশোধিত বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) মোট বরাদ্দের ৪৯ দশমিক ০৮ শতাংশ ব্যয় হয়েছে।

বাস্তবায়নের এই হার আগের অর্থবছরের একই সময়ের চেয়ে বহু কম। গত ২০২৩-২৪ অর্থবছরের এসময়ে অর্থ ব্যয়ের হার ছিল ৫৭ দশমিক ৫৪ শতাংশ।

মঙ্গলবার (২৪ জুন) প্রকাশিত পরিকল্পনা মন্ত্রণালয়ের বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের (আইএমইডি) হালনাগাদ তথ্য বলছে, জুলাই থেকে মে সময়ে বাস্তবায়নের এ হার গত দেড় দশকের মধ্যে সর্বনিম্ন।

ইউনূসের একের পর এক পদক্ষেপ শুধু অর্থনীতি নয়, সমাজ-সংস্কৃতিকেও ভেঙে দিচ্ছে।

বিশেষজ্ঞরা বলছেন আওয়ামী লীগকে বাদ দিয়ে রাষ্ট্র চালানোর প্রয়াস আত্মঘাতী।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *