ঢাকা: বড় অদ্ভুত সবকিছু! নিবন্ধনের জন্য ১৪৭ দলের আবেদন, এদের অধিকাংশেরই নেই দৃশ্যমান কোনো কার্যালয়।
আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নির্বাচন কমিশনে (ইসি) রাজনৈতিক দল হিসেবে নিবন্ধনের জন্য ১৪৭টি দল আবেদন করেছে।
তবে আসল কথা হলো, এদের মধ্যে বেশিরভাগ দল ইসির সাথে মশকরা করছে।
আবেদনকারী দলের নামগুলো বিকট।
-মুসলিম সেইভ ইউনিয়ন
-মুক্ত রাজনৈতিক আন্দোলন
-বাংলাদেশ জাগ্রত পার্টি
-বাংলাদেশ মাতৃভূমি দল
-জনতার কথা বলে
-ডেমোক্রেটিক লীগ
-বাংলাদেশ বেকার সমাজ
এদের কথা আরো আছে:
বাংলাদেশ ডেমোক্রেটিক পার্টি
দলের সভাপতি মো. জাহাঙ্গীর হাওলাদার ও সাধারণ সম্পাদক তাঁর স্ত্রী মাহমুদা সুলতানা।
নিবন্ধনের আবেদনে দলীয় কার্যালয়ের ঠিকানা হিসেবে ব্যবহার করা হয়েছে তাঁদের নিজ বাসা—৬৩৯/বি, পেয়ারাবাগ, মগবাজার, ঢাকা।
দেখা গিয়েছে, বাসা থেকে গামছা গায়ে বের হয়ে সাংবাদিকের সঙ্গে কথা বলেছেন সভাপতি। জানান, “দলটাকে আগে দাঁড় করাই, তারপর অফিস নেব আরকি।”
অর্থাৎ দল একটা জায়গা পেলেন অফিস করবেন।
বাংলাদেশ বেকার সমাজ দলের কার্যালয় হিসেবে উল্লেখ করা হয়েছে দলটির সভাপতির বড় ছেলের বাসার ড্রয়িংরুম।
তাছাড়া, অন্যান্য দলগুলোর অনেকেই যে ঠিকানা ব্যবহার করেছে, সেখানে বাস্তবে তাদের কোনো অস্তিত্ব নেই । লোকজন তো এমন রাজনৈতিক দলের নামই শোনেনি।
এদের কারও কার্যালয় ভাতের হোটেলে, কারও বাসাবাড়িতে, কারওবা ট্রেভেল এজেন্সিতে!
তিনটা দলের অফিস একটা ভবনের ছাদের চিলেকোঠায় পাওয়া গেছে!
অফিসের অস্তিত্ব না পেয়ে কল করলে ‘পরে দেখা করবেন’ বলেছেন বেশীরভাগ দলের সভাপতি।